বসিরহাট: একগাল দাড়ি, মাথায় বাঁধা পাগড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। এ তো অরিজিৎ সিং। বসিরহাটে গেলেই দেখা মিলছে তাঁর! তবে তিনি কাজ করছেন টোল ট্যাক্সের অফিসে, আবার ঘরে বসে গাইছেন গান! গত কয়েকদিন একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে৷ আর তা নিয়েই শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হবে নাই বা কেন? এ যে অবিকল অরিজিত! চোখ, মুখ, দাঁতের গঠনও অনেকটাই এক। পরনে হালকা রংয়ের শার্ট, চোখে চশমা আর মাথায় পাগড়ি বেঁধে গাইছেন অরিজিৎ সিংয়েরই গান৷ মুখভঙ্গিও অরিজিতের মতোই৷
জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ব্যক্তির বাড়ি বাংলাতেই। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা। নাম প্রদীপ্ত ঘোষ। বসিরহাট পুরসভার টোল ট্যাক্সে কর্মরত। গায়ক অরিজিৎ-এর ‘ডাই হার্ড ফ্যান’। প্রিয় গায়কের একটি গানের সঙ্গে ‘লিপ’ দিয়ে ভিডিয়ো বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করেছিলেন। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়। প্রদীপ্ত জানান, ওই ভিডিয়ো যে এতটা ভাইরাল হবে, ভাবতে পারেনি। তবে খুব ভালোই লাগছে। এত মানুষ আমার ভিডিয়ো দেখছেন, কমেন্ট এবং শেয়ার করছেন, সেটাই ভালো লাগছে৷