প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, রাজ্যের ফল কেমন?

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, রাজ্যের ফল কেমন?

কলকাতা:  প্রকাশিত আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল৷ নির্ধারিত সময়েই ফল ঘোষণা করা হল। পরীক্ষা শেষ হওয়ার ৩৭ দিনের মাথায় দশম এবং ৪৮ দিনের মাথায় দ্বাদশের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। সোমবার বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে আইসিএসই এবং আইএসসি-র ফল ঘোষণা করে  কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশেন (সিআইএসসিই)৷ নয়া দিল্লির দফতর থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দশম এবং দ্বাদশের মেধা তালিকা প্রকাশ করা হয়। 

রাজ্যে আইসিএসই (দশম)-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি (দ্বাদশ)-র পাশের হারও বেশ ভালো, ৯৮.১৯ শতাংশ। দুটি ক্ষেত্রেই আগের চেয়ে পাশের হার বেড়েছে। তবে আইসিএসই-তে ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা৷ 

এ বছর রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আইসিএসই পরীক্ষায় বসেছিল ৪২,৩৭২ জন পড়ুয়া৷  আইএসসি পরীক্ষা দিয়েছিলেন ২৭,৬২১ জন। আইএসসি দিয়েছিল মোট ১,৩৬৬টি স্কুলের পড়ুয়া৷ তার মধ্যে ৯০৪টি স্কুলের সব পড়ুয়াই পাশ করেছে। যা শতাংশের বিচারের ৬৬.১৮। অন্যদিকে, আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৬৯৫টি স্কুলের পড়ুয়া। 

কী ভাবে ফলাফল দেখবেন?

১. পরিষদের নিজস্ব ওয়েবসাইট http://cisce.org থেকে সরাসরি ফল দেখা যাবে৷ 

২. দশম শ্রেণির পরীক্ষার্থীরা একই ওয়েবসাইটে প্রবেশ করার পর কোর্স অপশন হিসাবে ‘আইসিএসই’-কে বেছে নিতে হবে।

৩. কোর্স নির্বাচনের পর পরীক্ষার্থীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা সংক্রান্ত তথ্য সাবমিট করতে হবে।

৪. সব তথ্য সঠিক ভাবে সাবমিট করার পর ফলাফল দেখা যাবে। এর পর প্রিন্ট অপশনটি বেছে নিলেই রেজাল্টের কপি বার করা যাবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *