কোভিশিল্ডে পার্শ্বপ্রতিক্রিয়া? হচ্ছে বিরল রোগ! ঘুম উড়েছে ভারতীয়দের

কোভিশিল্ডে পার্শ্বপ্রতিক্রিয়া? হচ্ছে বিরল রোগ! ঘুম উড়েছে ভারতীয়দের

কলকাতা: কোভিডের থাবা থেকে বাঁচতে কোভিশিল্ডের টিকা নিয়েছিলেন ১৪০ কোটি ভারতবাসী৷ দুটি ডোজের পর অনেকেই নিয়েছিলেন বুস্টার ডোজ৷ কিন্তু, সম্প্রতি একটি খবর গোটা দেশে আতঙ্ক সৃষ্টি করেছে৷ বলা হচ্ছে, যাঁরা কোভিশিল্ডের টিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ এই দাবি কতটা সত্য, তা জানতে রীতিমতো প্যানেল তৈরি করে কোভিশিল্ডের স্বচ্ছতা ও নিরাপত্তা খতিয়ে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে অনেকেরই মনেই এখন প্রশ্ন, কোভিশিল্ড টিকা নেওয়ার ফল ভুগতে হবে নাতো? শরীরে বাসা বাঁধবে নাতো কোনও রোগ? কিংবা বিরল কোনও রোগ ইতিমধ্যেই অলক্ষ্যে শরীরে বাসা বাঁধেনি তো?

অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের বিরুদ্ধে অভিযোগ, যাঁরা এই টিকার ডোজ নিয়েছে তাঁদের মধ্যে বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে। যাঁরা এই টিকা নিয়েছেন, তাঁদের কয়েকজনের মধ্যে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিয়েছে। অনেকের রক্তে আবার প্লেটলেট বা অনুচক্রিকা কমে যাওয়ার উপসর্গও দেখা দিয়েছে৷ চিকিৎসার পরিভাষায় এই রোগকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া। কোভিশিল্ড টিকা নিয়েছেন এমন অনেকের মধ্যে আবার একইসঙ্গে থ্রম্বোসিস ও থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দিয়েছে। অর্থাৎ একদিকে রক্তনালিতে রক্ত জমাট বাঁধছে, অন্যদিকে দ্রুতহারে কমেছে প্লেটলেটের সংখ্যা। এই বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও দাবি। এরপরেই ব্রিটেনের আদালতে অ্যাস্ট্রজেনেকার তৈরি এই টিকার  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ 

মারাত্মক শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পায়ে ব্যথার উপসর্গ দেখা দিলে সাবধান৷ এর ফলে হতে পারে প্রচণ্ড মাথাযন্ত্রণা ও পেটে ব্যথা। দুর্বল হয়ে পড়ছেন  রোগীরা। সেই সঙ্গে হাত-পা-এ থাকছে ফোলা ভাব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *