কলকাতা: ডিএ আন্দোলনের আঁচ এবার ইডেনের গায়ে৷ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ৷ এবার সেই দাবি উঠল একেবারে আইপিএল-এর আসরে৷ সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ চলাকালীন হাতে প্ল্যাকার্ড নিয়ে ডিএ-র দাবি জানাতে দেখাগেল সরকারি কর্মচারীদের একাংশকে৷ ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএ-বঞ্চনার প্রতিবাদের অভিনব ছবি নজর কাড়ল৷
প্রসঙ্গত, সোমবার ইডেন গার্ডেন্সে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচ। সেই ম্যাচেই অভিনব প্রতিবাদ দেখাদের ডিএ আন্দোলকারীরা৷ বিক্ষুব্ধদের কারও কারও পরনে ছিল কেকেআর-এক জার্সি। গ্যালারিতে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড তুলে ডিএ-র দাবি জানান তাঁরা।
বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। শনিবার ছিল সেই আন্দোলনের ১০০তম দিন৷ সেই উপলক্ষে কলকাতার হাজরা মোড় থেকে দীর্ঘ মিছিল করেন তাঁরা। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে সেই মিছিল যার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোরগোড়া দিয়ে। এর পর ইডেনে আইপিএলের ম্যাচে গ্যালারি থেকে উঠল ডিএ-র দাবি৷ যদিও এদিন প্ল্যাকার্ড হাতে ডিএ-র দাবি জানানোর পাশাপাশি ম্যাচে কেকেআরের সমর্থনে গলাও ফাটান তাঁরা।
যদিও কী ভাবে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীরা ইডেনে ঢুকলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিভিন্ন মহলে। কারণ, খেলা চলাকালীন ইডেনে অনেক কিছু নিয়ে ঢোকাই বারণ রয়েছে। সে ক্ষেত্রে ডিএ-র দাবি জানাতে আন্দোলনকারীরা কী ভাবে প্ল্যাকার্ড নিয়ে ভিতরে ঢুকলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা এমন কিছু জিনিস নিয়ে মাঠে ঢোকেননি, যেটা নিষিদ্ধ৷ গ্যালারি থেকে শান্তিপূর্ণ ভাবেই নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>