মার খাওয়া ইডি অধিকারিকদের বিরুদ্ধেই FIR, সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে ইডি

মার খাওয়া ইডি অধিকারিকদের বিরুদ্ধেই FIR, সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে ইডি

কলকাতা: সন্দেশখালির ঘটনায় এবার হাই কোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার এই মর্মে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। 

রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে মার খেতে হয় ইডি আধিকারিকদের৷ কিন্তু সংবাদমাধ্যম মারফত তারা জানতে পেরেছেন, আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধেই নাকি পুলিশ এফআইআর দায়ের করেছে। শুধু তাই নয়, তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, ইডির অফিসারের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছে তা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়নি। কিন্তু সকলেই জানে এফআইআর হয়েছে৷ এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার ইডি-র আবেদন শোনার পরই মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *