মিজোরামে ‘রেমাল’-এর তাণ্ডব! পাথরখনিতে ধস, মৃত অন্তত ১০

আইজল: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত মিজোরাম৷ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ের কারণে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এখানে৷  প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপূর্বের এই রাজ্য৷ পাথরখনিতে ধস নেমে কমপক্ষে…

আইজল: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত মিজোরাম৷ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ের কারণে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি শুরু হয়েছে এখানে৷  প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপূর্বের এই রাজ্য৷ পাথরখনিতে ধস নেমে কমপক্ষে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের৷ খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়িতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্যোগ মাথায় নিয়েই শুরু হয়েছে উদ্ধারকাজ। বহু শ্রমিক এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

 

মিজোরামের রাজধানী আইজলে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে৷ তবে লাগাতার বৃষ্টি এবং ঝড়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে৷ খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ি থেকে শুরু করে ৬ নং জাতীয় সড়কে ধস নেমে দেশের বাকি অংশ থেকে কার্যত বিছিন্ন হয়ে পড়েছে আইজল। ধস নেমে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে৷

 

মঙ্গলবার ভোর ৬টা নাগাদ আইজল জেলার দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা দূরে মেলথাম এবং লিমেনের মধ্যবর্তী অঞ্চলে বিপর্যয়টি ঘটে। এখনও পর্যন্ত কয়েকজনের দেহ উদ্ধার করা গিয়েছে। একাধিক শ্রমিক ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *