মহাকাশের রহস্যভেদই অভীকের স্বপ্ন, সৌম্যদীপের পছন্দ স্ট্যাটিস্টিক্স

মহাকাশের রহস্যভেদই অভীকের স্বপ্ন, সৌম্যদীপের পছন্দ স্ট্যাটিস্টিক্স

কলকাতা: এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অভীক দাস৷ আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখার ছাত্র তিনি৷ সৌরপদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন অভীক৷ ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চান। মহাকাশের রহস্য তাঁকে বরাবর আকৃষ্ট করে। তবে শুধু পড়াশোনা নয়, পাশাপাশি বিতর্ক ও কুইজ চর্চা করতেও  ভালোবাসেন অভীক। ভবিষ্যতে গবেষণা করা তাঁর লক্ষ্য৷ মেধাবী ছাত্র অভীক মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকেও প্রথম দশে থাকাটাই ছিল তাঁর লক্ষ্য৷ সে জন্য কঠোর পরিশ্রমও করেছেন।

অভীক জানান, প্রায় সারাদিনই পড়াশোনা করেছেন তিনি৷ প্রথম দশে নয়, প্রথম পাঁচে থাকবেন বলেই প্রায় নিশ্চিত ছিলেন। তেমনটাই হয়েছে। প্রথম হতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত উত্তরবঙ্গের এই ছেলে৷ সময় ধরেই পড়াশোনা করেছেন অভীক। মুখস্থ বিদ্যার উপর ভরসা নয়, বরং, বিষয়ের গভীরে গিয়ে কনসেপ্ট ধরে পড়াই তাঁর পছন্দ৷ অভীকের কথায়, “বিষয়ের সারমর্ম ধরে পড়াটাই আসল। মুখস্থ বিদ্যা বেশিদিন থাকে না। কনসেপচুয়াল লার্নিং-এর মধ্যেই রয়েছে সাফল্যের চাবিকাঠি।’’

দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা৷ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়, তাঁর পছন্দের বিষয় হল স্ট্যাটিস্টিক্স।  ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (আইএসআই)-তে স্ট্যাটিস্টিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করতে চান সৌম্যদীপ। তারপর বেছে নিতে চান গবেষণার পথ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *