রবি ঠাকুরের গানে ফের কাছাকাছি ইমন-শোভন, বিচ্ছেদের পর এক মঞ্চে ‘প্রাক্তন’

রবি ঠাকুরের গানে ফের কাছাকাছি ইমন-শোভন, বিচ্ছেদের পর এক মঞ্চে ‘প্রাক্তন’

কলকাতা: রবি ঠাকুরের গানেই আরও একবার কাছাকাছি ইমন চক্রবর্তী ও শোভন গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবার, অর্থাৎ ৮ অগাস্ট ছিল ২২ শ্রাবণ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বুকে ‘আজ ও আগামী’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত হয়েছিলেন ইমন চক্রবর্তী, যিশু সেনগুপ্তর ব্যান্ড যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সন, সোহিনী সরকার, সৌরভ দাস সহ আরও অনেক শিল্পী৷ সেখানেই একসঙ্গে গান গাইলেন ইমন ও শোভন৷ ফের একমঞ্চে উঠলেন দুই ‘প্রাক্তন’৷ 

বিচ্ছেদের পর এই প্রথম তাঁরা একসঙ্গে গলা মেলালেন রবি ঠাকুরের গানে। গানই তাঁদের এক মঞ্চে এনে উপস্থিত করল তাঁদের। একসঙ্গে গাইলেন ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’৷  প্রসঙ্গত, শোভন গঙ্গোপাধ্যায় যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সনের সদস্য। এদিন মঞ্চে যিশু সহ ছিলেন তাঁর ব্যান্ডের অন্যান্য শিল্পীরা। বুধবার মধুসূদন মঞ্চে ছিল অনুষ্ঠান৷ 

ই পছন্দের শিল্পীকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। কমেন্ট বক্সে সে কথা জানালে অনুরাগীরা। এক ব্যক্তি লিখেছেন, ‘বিচ্ছেদের পর, সম্পর্ক ভাঙার পর আবারও এক সঙ্গে দেখতে পাব ভাবিনি। খুব ভালো লাগছে এক সঙ্গে তোমাদের দেখে।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =