জামাইয়ের পাতে পছন্দের মেনু সাজাতে শ্বশুর-শাশুরিদের ভরসা এখন হোম ডেলিভারি

জামাইয়ের পাতে পছন্দের মেনু সাজাতে শ্বশুর-শাশুরিদের ভরসা এখন হোম ডেলিভারি

উলুবেড়িয়া: রাত পোহালেই জামাই ষষ্ঠী। বছরের এই বিশেষ দিনটিতে জামাইদের পাতে হরেক পদ সাজিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন শ্বশুর-শাশুড়িরা। মিষ্টি থেকে মাংস, কিংবা ফলমূল, সব দোকানেই উপচে পড়া ভিড়। এই গরমে একেবারে গলদঘর্ম অবস্থা। তবে এত ঝক্কি এখন অনেকেই সামলাতে পারেন না। সেক্ষেত্রে শ্বশুর-শাশুড়িদের পছন্দ হয়ে উঠছে শহরের নামীদামি সব রেস্তরাঁ। আর চাহিদা বুঝে পয়লা বৈশাখ, দুর্গাপুজোর মতো জামাই ষষ্ঠীতেও বিভিন্ন পদের সম্ভার নিয়ে হাজির হয়েছে তারাও।

জামাইদের মুখে হরেক পদ তুলে দিতে পিছিয়ে নেই উলুবেড়িয়ার রেস্তরাঁগুলিও। সরু চালের ভাত, সোনা মুগের ডাল, তপসে ফ্রাই থেকে চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তী পোলাওয়ের সঙ্গে দই-কাতলা বা সর্ষে কাতলা, তার সঙ্গে মটনকারি– সব কিছুর আয়োজন থাকছে সেখানে। চাইলে এই মেনুর সঙ্গে পছন্দের মিষ্টি, হিমসাগর আম, এমনকী পানও পেয়ে যাবেন আপনি। আর এই মেনু শুধু রেস্তরাঁয় বসে খাওয়া নয়, চাইলে হোম ডেলিভারিও হবে।