LIC-র এই স্কিমে মিলতে পারে ১ কোটি টাকা, দেখে নিন হিসেব

LIC-র এই স্কিমে মিলতে পারে ১ কোটি টাকা, দেখে নিন হিসেব

নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) দেশের মানুষের সুরক্ষায় নানা প্ল্যাল প্রজান করে থাকে৷ যাঁরা একটি নির্দিষ্ট হারের সঙ্গে একটি প্রকল্পে বিনিয়োগ করতে তাইছেন, তাঁদের জন্য সেরা হতে পারে এনআইসি জীবন শ্রীমানী প্ল্যান (LIC Jeevan Shiromani Plan)।

LIC Jeevan Shiromani Plan হল একটি নন-লিঙ্কড প্ল্যান। কোনও ব্যক্তি ১৪,১৬,১৮ কিংবা ২০ বছরের জন্য এই পলিসি করাতে পারেন৷ এই প্ল্যানে বিভিন্ন ধরনের সুদের বিকল্প তো রয়েইছে, এছাড়াও আপনারা পেতে পারেন এই প্ল্যানে বাম্পার রিটার্নের সঙ্গে বিভিন্ন ধরনের বেনিফিট৷ এক নজরে দেখে নেওয়া যাক এই LIC Jeevan Shiromani Plan এর বিভিন্ন দিক৷ 

* এটি লিমিটেড পেমেন্ট মানি ব্যাক জীবন বিমা প্রকল্প৷ 

* LIC-র এই প্ল্যানটি নিতে চাইলে অন্তত এক কোটি টাকার অ্যাসিওরড নিতে হবে। এতে ম্যাক্সিমাম লিমিট নেই। বার্ষিক বা মাসিক ভিত্তিতে এই প্ল্যানের প্রিমিয়াম দিতে পারবেন৷

* LIC Jeevan Shiromani Plan কেনার জন্য ১৮ বছর বয়স হতে হবে। বয়সের ভিত্তিতে প্ল্যানের মেয়াজ নির্ধারিত হবে।

* LIC Jeevan Shiromani Plan-এর সঙ্গে লোনের সুবিধাও পাবেন উপভোক্তারা। কমপক্ষে এক বছরের জন্য প্রিমিয়াম পরিশোধ করলেই মিলবে লোনের সুযোগ৷ শুধুমাত্র প্ল্যানের সঙ্গে যুক্ত গ্রাহকরা বিনা খরচে লোন নিতে পারবেন।

*এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী, একজন ২৯ বছর বয়সী ব্যক্তি এই পলিসি নিলে তাঁকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। প্রথম বছরের জন্য প্রতি মাসে কর সহ ৬১,৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। এর পর প্রতি বছর প্রতি মাসে ৬০,১১৪.৮২ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।

* ম্যাচিউরিটির সময়ে হাতে আসবে ১,৩৪,৫০,০০০ টাকা। এই প্ল্যানের পলিসি-হোল্ডাররা সারভাইভাল বেনিফিটের সুবিধাও উপভোগ করতে পারেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *