পরিবেশকে জলাঞ্জলি দিয়ে নিউক্লিয়ার দূষিত জল সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত জাপানের

পরিবেশকে জলাঞ্জলি দিয়ে নিউক্লিয়ার দূষিত জল সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত জাপানের


টোকিও: ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টে ব্যবহৃত লক্ষ লক্ষ টন বিষাক্ত জল সমুদ্রে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার৷ মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে জাপানের তরফে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই চিন একে ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীতা’ বলে কড়া সমালোচনা করেছে ৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে আঞ্চলিক মৎস্যজীবী সম্প্রদায় ৷ যদিও এই কাজ শুরু করতে বেশ কিছু বছর সময় লাগবে, আর সম্পূর্ণ হতেও কয়েক দশক লাগবে বলেও জানানো হয়েছে৷

বিষাক্ত জল ছাড়া নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা জানিয়েছেন, নিউক্লিয়ার প্ল্যান্টের ক্ষতির প্রক্রিয়া রুখতে এই জল ছাড়াটা খুবই প্রয়োজন।  তবে ট্যাঙ্কের জল পরিশোধন করে তেজস্ক্রিয় পদার্থ দূর করা হয়েছে, তাই জল ছাড়াটা নিরাপদ ৷ আর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই জল ছাড়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে ৷ প্রধানমন্ত্রী সুগার আশ্বাসবাণী, জলের সুরক্ষা মাত্রা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই বড় ধরনের ক্ষতি প্রতিরোধ ক্ষমতা মেপেই জল ছাড়া হবে। প্রতিদিন অ্যাডভ্যান্সড লিকুইড প্রসেসিং সিস্টেম নামক পরিশোধন পদ্ধতির মাধ্যমে নতুন করে দূষিত জল থেকে তেজস্ক্রিয় পদার্থ দূর করা হচ্ছে ৷  প্ল্যান্ট ঠান্ডা করার জল, বৃষ্টির জল, আর প্রতিদিন মাটিতে মেশা জল মিলিয়ে এই পরিমাণ  ১২ লক্ষ টন৷ নিউক্লিয়ার প্ল্যান্টগুলি গলে যাওয়ার পর ট্যাঙ্কে এই জল জমছে৷

যদিও এই সিদ্ধান্তে আশঙ্কায় মৎস্যজীবী সম্প্রদায়, যাঁদের সমুদ্রে মাছ ধরে দিন গুজরান হয়৷ ফুকুশিমার মৎস্যজীবী কো-অপারেটিভের প্রধান বলেন, ‘সরকার আমাদের বলেছে যে মৎস্যজীবীদের সমর্থন ছাড়া সমুদ্রে জল ছাড়া হবে না ৷’ প্ল্যান্ট অপারেটর সংস্থা টিইপিসিও-র প্রেসিডেন্ট তোমোয়াকি কোবায়াকাওয়া অবশ্য আশ্বাস দিয়েছেন একতরফা ভাবে জল ছাড়া হবে না এবং গুজব রটালে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ জাপানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চিনের বিদেশ মন্ত্রী একে দায়িত্বজ্ঞনহীনতার পরিচয় বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, এর ফলে আন্তজার্তিক স্তরে জনসাধারণের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে৷ দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীও একে ‘সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ তবে জো বাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে সমর্থন করেছে ৷ তারা জাপানের এই সিদ্ধান্তকে ‘স্বচ্ছ’ আখ্যা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *