যা করেছেন তাতে আরও কড়া পদক্ষেপ করতে পারতাম: ববিতাকে ধমক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

যা করেছেন তাতে আরও কড়া পদক্ষেপ করতে পারতাম: ববিতাকে ধমক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই লড়ে চাকরি ছিনিয়ে এনেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তাঁর আবেদনের ভিত্তিতেই আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। বেআইনি ভাবে চাকরিতে ঢোকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ‘লড়াকু’ ববিতা। তাতে জয়ীও হয়েছিলেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা। কিন্তু, মঙ্লবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরিই হারালেন তিনি৷ সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ধমকও খেলেন ববিতা।

মঙ্গলবার চাকরি বাতিলের নির্দেশ শোনার পরেই এজলাসে দাঁড়িয়ে কেঁদে ফেলেন ববিতা। শুধু চাকরি বাতিলই নয়, অঙ্কিতার থেকে প্রাপ্ত অর্থও তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ শুনেই কাঁদতে কাঁদতে ববিতা বলেন, ‘‘আমি এই ভুলটা জানতাম না। আমার চাকরি চলে যাচ্ছে। কিন্তু টাকাটা ফেরত দেওয়ার জন্য একটু সময় দেওয়া হোক। এই মুহূর্তে আমি ১১ লক্ষ টাকা ফেরত দিতে পারব। আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। বাকি টাকা ফেরত দিতে আমার একটু সময় লাগবে। আমাকে তিন মাস সময় দেওয়া হোক।’’

তাঁর কথা শুনে ববিতাকে রীতিমতো ধমক দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আপনি আদালতকে যে ভাবে ভুল তথ্য দিয়ে পরিচালনা করেছেন, চাইলে আরও কড়া পদক্ষেপ করতে পারতাম। এই ক’দিনে আপনি যা বেতন পেয়েছেন তা ফেরত নেওয়া হচ্ছে না। এটুকু সান্ত্বনা নিয়েই আদালত থেকে যান। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। যেটা হয়েছে সেটা আপনার ভুলের জন্যেই।’’

আগামী ৬ জুনের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ১৫ লক্ষ টাকা জমা দিতে হবে ববিতাকে৷ এমনই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷ আগামী বুধবারের মধ্যে তিনি ১১ লক্ষ টাকা দেবেন। পরে বাকিটা ফেরাবেন৷ তবে এত দিন চাকরির জন্য যে বেতন পেয়েছেন ববিতা, সেই টাকা তাঁকে ফেরত দিতে বলা হয়নি। তবে ববিতাকে মোট ১৫ লক্ষ ৯২ হাজার ৮৪৩ টাকা ফেরত দিতে হবে।