কাটোয়া: শুক্রবার প্রকাশিত হল ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার ফল৷ এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাইস্কুলের পড়ুয়া দেবদত্তা মাজি৷ ৭০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭৷ শতাংশের হারে ৯৯.৫৭৷
বরাবরই মেধাবী দেবদত্তা৷ তবে জীবনের প্রথম বড় পরীক্ষায় যে সকলকে সে পিছনে ফেলে দেবে, সেটা ভাবতে পারেনি৷ মাধ্যমিকের ফলে স্বভাবতই খুশি দেবদত্তা৷ চোখেমুখে প্রকাশিত সেই ঝলক৷ বরাবরই স্কুলে প্রথম হয়ে এসেছে সে৷ মেয়ে ভালো ফল করতে আশা ছিল বাবা-মায়ের৷
বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় দেবদত্তা৷ এটাই তার স্বপ্ন৷ সেই লক্ষ্যেই পড়াশোনা চালিয়ে যেতে চায়৷ দেবদত্তার মা শেলি দাঁ কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা৷ বাবা আসানসোলে কলেজের অধ্যাপক৷ দিনের অধিকাংশ সময়ই পড়াশোনার মধ্যে কাটে দেবদত্তার৷ তার কথায়, “ভাল ফল হবে ভেবেছিলাম। কিন্তু এতটা ভাল হবে একদমই ভাবিনি।” দেবদত্তা আরও বলে, ‘‘আমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আমি আমার মা-বাবা ও পরিবারের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’’
এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন৷ পাশের হার ৮৬.১৫ শতাংশ। জেলা ভিত্তিক পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>