‘কেষ্ট জেলে, মেয়েটা একা, ওর বাড়ির খোঁজ-খবর রাখিস,’ বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা

‘কেষ্ট জেলে, মেয়েটা একা, ওর বাড়ির খোঁজ-খবর রাখিস,’ বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা

 কলকাতা: গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল এখন দিল্লির তিহাড় জেলের বাসিন্দা৷ কেষ্টহীন বীরভূমে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকেও ধার পড়ল অনুব্রতর প্রতি তাঁর স্নেহ৷  

 

 

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন জিতেন্দ্র-জায়া, কম্বলকাণ্ডে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

সূত্রের খবর, এদিনের বৈঠকে বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেষ্ট এখন জেলে। তোরা ওঁর বাড়ির খোঁজ-খবর রাখিস। মেয়েটা একা আছে!’

 

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে যে তিনি এক নজরে দেখেন না, তা আগেই স্পষ্ট করেছিলেন দলনেত্রী৷ কেষ্টর প্রতি আদালা স্নেহ আছে তাঁর৷ এর আগে ১৪ অগাস্ট বেহালায় দাঁড়িয়ে মমতা বলেছিলেন, ‘কেষ্ট কী করেছে।’ এর পর নেতাজি ইনডোরের সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘কেষ্ট যখন জেল থেকে বেরোবে তখন ওকে বীরের সংবর্ধনা দেব।’

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরেই পার্থকে সাসপেন্ড করে দল। জানুয়ারি ও মার্চে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও বহিষ্কার করেছে শাসকদল। গত কয়েকদিন ধরে তৃণমূলের নেতাদের যখন অনুব্রত নিয়ে প্রশ্ন করা হয়েছে তখন তাঁরা বলেছেন, সময় মতো দল সিদ্ধান্ত নেবে। এমনকী শিল্পমন্ত্রী শশী পাঁজাও বলেছিলেন, ‘একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, জেলা সভাপতি তো ছোট ব্যাপার।’ কিন্তু বীরভূমে গিয়ে দলনেত্রী নাকি কেষ্টর পরিবারের খোঁজ নেওয়ার কথাই বলেন৷ তেমনটাই তৃণমূল সূত্রে খবর৷