বলিউডের টানে কাটল নেইমারের মায়া? মুম্বইয়ে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান তারকার প্রেমিকা

বলিউডের টানে কাটল নেইমারের মায়া? মুম্বইয়ে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান তারকার প্রেমিকা

মুম্বই:  বলিউডকে এক কথায় বলে মায়ানগরী৷ এর মায়া এড়ানো সত্যিই বড় দায়৷ বলি পাড়ার পরতে পরতে জড়িয়ে রঙিন স্বপ্নের মায়াজাল৷ এই রঙিন দুনিয়ার মাদকতায় বিভোর বহু তরুণ-তরুণীর মন৷ অভিনয় জগতে পা রাখার স্বপ্ন ভর করে তাঁদের চোখের পাতায়৷ বলিউড নিয়ে শুধু দেশের মধ্যেই নয়, এই উন্মাদনা রয়েছে বিদেশ বিভুঁইয়েও। দেশের বাইরেও এমন অনেক জায়গা আছে, যেখানে রয়েছে বলিউডের মাদকতা৷ সুদূর ব্রাজিল থেকে এমনই ইচ্ছা প্রকাশ করলেন এক সুন্দরী৷ তিনি যে সে নারী নন, ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের প্রাক্তন প্রেমিকা নাতালিয়া বারুলিচ৷ বলিউডে নিজেকে মেলে ধরার বাসনা তাঁর। 

আরও পড়ুন- দেশের সফলতম হিন্দি ছবি হয়ে উঠল ‘পাঠান’, রেকর্ড ভাঙল প্রভাসের

নেইমারের বান্ধবী হওয়ার সূত্রে নাতালিয়া বরাবরই প্রচার মাধ্যমের পাদপ্রদীপে ছিলেন৷ প্রায় সকলেই তাঁকে কমবেশি চেনেন। তবে তিনি বলিউডে পা রাখলে সেই পরিচিতি যে আকাশ ছোঁয়া হবে, তা বলাইবাহুল্য৷ ভারতে পা রেখে ইতিমধ্যেই বেশকিছু চলচ্চিত্র জগতের মানুষের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। যা দেখে অবেকেরই চক্ষু চড়কগাছ। তাহলে কি ফুটবল দুনিয়ার মায়া কাটিয়ে বলিউডে আসতে চলেছেন এই লাস্যময়ী? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, “আমি সবসময় ভারতে আসতে চেয়েছিলাম। আমি এখানে এসে অভিনয় শিখছি। আমি এখানকার সংস্কৃতি, মানুষ ও বলিউডকে খুব ভালোবাসি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোনও প্রোজেক্টও হাতে আসতে চলেছে।”

নাতালিয়ার জীবনের অন্যতম লক্ষ্য রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরা৷ এর পাশাপাশি তিনি কিন্তু শাস্ত্রীয় নৃত্য কত্থক-এও যথেষ্ট পারদর্শী। এ প্রসঙ্গে নাতালিয়া বলেন, “আমার মনে হয় বলিউডে একজন ল্যাটিনার প্রয়োজন। আমি যে নাচ শিখছি, সেটা খুব একটা সহজ ব্যাপার নয়। সবকিছুই শেখার চেষ্টা করছি। নিজের একটা জায়গা তৈরি করতে চাই।” বলিউডের বিভিন্ন দিকের প্রতি তাঁর ভালোলাগার কথাও জানিয়েছেন নেইমারের প্রাক্তন প্রেমিকা। ভিকি-ঘরণী ক্যাটরিনা কইফ হল তাঁর আইডল৷ সলমান খানকেও বেশ পছন্দ তাঁর। নাতালিয়ার সংযোজন, হলিউডের চেয়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদেরই বেশি পছন্দ করেন তিনি৷

নেইমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এক সময় ফোকাস কেড়েছিলেন নাতালিয়া৷ কিন্তু, তিনি যে কারও পরিচয়ে নিজেকে পরিচিত করতে নারাজ। তিনি মনে করেন,  এই কারণেই কোথাও যেন তাঁর প্রতিভা চাপা পড়ে যাচ্ছে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা৷ খুব শীঘ্রই নিজের দক্ষতায় নিজেকে মেলে ধরবেন তিনি৷