‘চার প্রকার হিন্দু BJP-কে ভোট দেবে না’, তাঁরা কারা? কী বললেন প্রশান্ত কিশোর?

নয়াদিল্লি: লোকসভা ভোটের মাঝে ফের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদীর কাছে রাম মন্দির, জাতীয়তাবাদের মতো ইস্যুগুলি থাকা সত্ত্বেও বহু হিন্দুই বিজেপি-কে ভোট দেবে…

নয়াদিল্লি: লোকসভা ভোটের মাঝে ফের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদীর কাছে রাম মন্দির, জাতীয়তাবাদের মতো ইস্যুগুলি থাকা সত্ত্বেও বহু হিন্দুই বিজেপি-কে ভোট দেবে না। বিশেষ করে যাঁরা এই চার আদর্শ মেনে চলে৷ এই চার আদর্শ কী?

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন,  ‘‘চার প্রকার আদর্শের হিন্দু ভোটার রয়েছেন৷ এর মধ্যে গান্ধীকে অনুসরণ করা হিন্দুরা বিজেপি’র হিন্দুত্বকে সমর্থন করেন না।  আম্বেদকরের অনুসরণকারীরাও ভারতীয় জনতা পার্টির বিচারধারার সঙ্গে একমত নন। বামপন্থী মানুষ বিজেপি’র হিন্দুত্ববাদে বিশ্বাসী নয়। তারা বিজেপি-কে কখনও ভোট দেবেন না। কিছু সমাজতান্ত্রিক বিচারধারার মানুষ রয়েছেন, যাঁরা বিজেপি-কে সমর্থন করতে পারেন না। এই চার বিচারধারার মানুষ একজোট হয়ে এবং বিজেপি বিরোধী মুসলিমদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরকে পরাস্ত করতেই পারেন।’’ তাঁর কথায়, এর থেকে  তৈরি হতে পারে তৃতীয় বিকল্প। সেক্ষেত্রে বিজেপি বিরোধী লড়াইও হয়ে জোরাল। তা না হলে বিজেপি-কে হারানোর আর কোনও পথ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *