কলকাতা: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ। সম্প্রতি এই মর্মে পোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চুক্তির ভিত্তিতে বন্দরে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনেই এই পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ট্রেনি (শিক্ষানবিশ) অফিসার পদে পোর্টে প্রার্থী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ছ’টি। পোর্টের ফিন্যান্স বিভাগের জন্য ট্রেনি নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই পদে নিয়োগ করবে পোর্ট। পরে কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। সপ্তাহে ছ’দিন কর্মদিবস। প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন মিলবে। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধাও দেওয়া হবে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনি অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের সেমি কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সেমি কোয়ালিফায়েড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে।