বছরের শুরুতেই শিখরে পৌঁছবে তৃতীয় ঢেউ! আশঙ্কা বিশেষজ্ঞর

বছরের শুরুতেই শিখরে পৌঁছবে তৃতীয় ঢেউ! আশঙ্কা বিশেষজ্ঞর

 নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসলীলা চালিয়েছিল গোটা দেশে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রীতি মতো বেগ পেতে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই প্রশ্ন উঠছিল, এবার কি তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে হবে আমাদের? কতটা ধাক্কা আসবে? ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? সেই সকল প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের  অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল।

আরও পড়ুন- ‘জওয়াদ’-এর জের, গুচ্ছ ট্রেন বাতিল করল রেল, দেখে নিন তালিকা

করোনার নয়া ভ্যারিয়েন্ট বা নয়া রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে৷ ওমিক্রনের সংক্রামক ক্ষমতাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেন, তৃতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই পাবে না দেশ৷ তবে তা দ্বিতীয় ঢেউয়ের মতো হবে না৷ সম্ভবত আগামী বছরের শুরুতে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সংক্রমণ সবচেয়ে বেশি বাড়বে৷ তাই মাস্ক পরা বাধ্যতামূলক৷ অগের মতোই হাত স্যানিটাইজ করতে হবে এবং টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত করতে হবে৷ 

পাশাপাশি আরও একটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন অধ্যাপক আগরওয়াল৷ তিনি জানিয়েছেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসই শীর্ষ স্তরে পৌঁছবে ওমিক্রন৷ এদিকে, বছর পরতেই ভোট পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে৷ ফলে বছরের শুরুতে সংক্রমণ বাড়লে নিশ্চিত ভাবেই তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে৷  তবে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, উদ্বেগ নয়, সতর্ক হয়ে থাকতে হবে দেশবাসীকে৷ ওমিক্রন  নিয়ে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শও দিয়েছেন তিনি৷ ওমিক্রমের ভয়াবহ কোনও উপসর্গ নেই৷ শরীরে বিরাট ক্ষতিও করতে পারবে না৷ তবে এটা অনেক বেশি সংক্রামক৷ 

তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে দেশ? অধ্যাপকের কথায়, পরিস্থিতি সামলাতে কেন্দ্র কী পদক্ষেপ করবে,  সেটা সময়ই বলবে। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়লে নিশ্চিত ভাবেই নাইট কারফিউ, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে তাঁর মত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *