শামির বিরুদ্ধে জোড়া ‘অভিযোগ’! খেলা শেষ হতেই মুম্বই পুলিশকে সতর্ক করল দিল্লি পুলিশ

শামির বিরুদ্ধে জোড়া ‘অভিযোগ’! খেলা শেষ হতেই মুম্বই পুলিশকে সতর্ক করল দিল্লি পুলিশ

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে হারানোর অন্যতম কুশীলব মহম্মদ স্বামী৷ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেন এই পেসার৷ কিন্তু ম্যাচের পরেই জোড়া ‘অভিযোগ’ উঠেছে ভারতীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে। খেলা শেষে ভারতের এই জোর বোলারকে নিয়ে মুম্বই পুলিশকে সতর্ক করেছে দিল্লি পুলিশ। যদিও এতে সিরিয়াস হওয়ার কিছু নেই৷ কারণ সবটাই হয়েছে মজার ছলে। আসলে শামির প্রশংসা করতেই এমন কাণ্ড ঘটিয়েছে দেশের দুই শহরের পুলিশ।

ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ শেষে দিল্লি পুলিশ মুম্বই পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে লেখে, ‘‘আশা করি মহম্মদ শামির আজকের হামলার (শামির আগুনে বোলিংয় বোঝাতে) জন্য ওকে আটক করা হবে না।’’

 

দিল্লি পুলিশের টুইটের জবাবও দিয়েছে মুম্বই পুলিশও। তারা স্বামীর বিরুদ্ধে ওঠা দু’টি ‘অভিযোগ’-এর কথা উল্লেখ করে পাল্টা পোস্টে লেখে, ‘‘শামির বিরুদ্ধে অসংখ্য মন চুরি করার ধারা আনার কথা বলতে ভুলে গিয়েছ। সেই সঙ্গে আরও কয়েক জন অপরাধীর কথাও বলতে ভুলে গিয়েছে যারা এই একই অপরাধ করেছে।’’ এই মন্তব্যের পর অবশ্য মুম্বই পুলিশ বলে, দুই শহরের পুলিশই ভারতীয় দণ্ডবিধির বিষয়ে ওয়াকিবহাল। শুধুমাত্র মজা করার জন্যই এমন মন্তব্য করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *