ধনখড়ের পরে কে? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, স্থির দিনক্ষণ

নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি পদে নতুন মুখ বাছাই করতে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর এই ভোটের দিন ঘোষণা করল নির্বাচন…

Vice Presidential poll scheduled

নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি পদে নতুন মুখ বাছাই করতে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর এই ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। সেদিন একাধিক বৈধ প্রার্থী থাকলে ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

ধনখড়ের ইস্তফা ও সাংবিধানিক প্রেক্ষাপট

২২ জুলাই, রাজ্যসভা চেয়ারম্যানের দায়িত্ব পালনের পরদিনই, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে পদত্যাগপত্র পাঠান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, “চিকিৎসকদের পরামর্শ মেনে এবং স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিতে আমি ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী অবিলম্বে ইস্তফা দিচ্ছি।”

ধনখড় ২০২২ সালে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। মাত্র তিন বছরের মাথায় ৭৪ বছর বয়সে তাঁর এই পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা হয়ে রইল।

২৩ জুলাই, স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পদ শূন্য হওয়ার কথা জানায়। এর পর নির্বাচন কমিশন আইন মোতাবেক ঘোষণা করে, উপরাষ্ট্রপতির মতো শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে।

কীভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? Vice Presidential poll scheduled

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি Electoral College-এর মাধ্যমে। এই ভোট গোপন ব্যালট পদ্ধতিতে হয় এবং single transferable vote ব্যবস্থায় ফল নির্ধারিত হয়।

এইবারের নির্বাচন হবে ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং তা ১৯৫২ সালের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী পরিচালিত হবে। যিনি নির্বাচিত হবেন, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী পুরো পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন।

India: The Election Commission has announced September 9 for the Vice Presidential election following Jagdeep Dhankhar’s resignation. The vote, conducted by a parliamentary electoral college, will select the 17th Vice President. Nominations are due by August 21.