DA ও কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক কত টাকা খরচ করবেন ‘কল্পতরু’ মমতা?

আজ বিকেল: ভোট বড় বালাই৷ নির্বাচনকে মাথায় রেখে এক সপ্তাহের মধ্যেই জোড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ সরকারি কর্মচারীদের বিদ্রোহ ঠেকাতে ডিএ মিটিয়ে দেওয়া সিদ্ধান্ত ও কৃষকদের মোন পেতে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ জোড়া দুই ঘোষণায় রাজ্যের কোষাগার থেকে কত টাকা খসবে জানেন? নবান্ন সূত্রে খবর, কৃষকদের জন্য ‘কৃষক বন্ধু’ প্রকল্পের জন্য বার্ষিক খরচ হবে ১০ হাজার

DA ও কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক কত টাকা খরচ করবেন ‘কল্পতরু’ মমতা?

আজ বিকেল: ভোট বড় বালাই৷ নির্বাচনকে মাথায় রেখে এক সপ্তাহের মধ্যেই জোড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ সরকারি কর্মচারীদের বিদ্রোহ ঠেকাতে ডিএ মিটিয়ে দেওয়া সিদ্ধান্ত ও কৃষকদের মোন পেতে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ জোড়া দুই ঘোষণায় রাজ্যের কোষাগার থেকে কত টাকা খসবে জানেন?

নবান্ন সূত্রে খবর, কৃষকদের জন্য ‘কৃষক বন্ধু’ প্রকল্পের জন্য বার্ষিক খরচ হবে ১০ হাজার কোটি টাকা৷ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে রাজ্যের খরচ হবে সাড়ে সাত হাজার কোটি টাকা৷ অর্থাৎ দুটি ক্ষেত্রে মোট সাড়ে ১৭ লক্ষ হাজার কোটি টাকা বছরে খরচ করবে নবান্ন৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বৃহস্পতিবার বোলপুর থেকে পূর্ব-প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর কথা জানান মুখ্যমন্ত্রী৷ অতিরিক্ত ২৫ শতাংশ ডিএ পয়লা জানুয়ারি থেকে কার্যকর হল৷ গত বছরই ২১ জুন রাজ্য সরকার ঘোষণা করেছিল পয়লা জানুয়ারি থেকে মোট ১২৫ শতাংশ হারে ডিএ চালু করা হবে৷ অর্থাৎ, চলতি একশো শতাংশ ডিএ-র সঙ্গে আরও অতিরিক্ত ১৮ শতাংশ হারে মহার্ঘভাতা ও সাত শতাংশ ইন্টারিম রিলিফ যোগ করা হবে৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

এই সাত শতাংশ ইন্টারিম রিলিফ মহার্ঘ ভাতায় রূপান্তরিত করা হয়েছে৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার ইলামবাজারে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এত অসুবিধার মধ্যেও জানুয়ারিতে বাদবাকি ডিএ দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা (সিপিএম) তো ৩৪ বছর ক্ষমতায় ছিলে৷ কী দিয়েছ? আর কেন্দ্রীয় সরকার তো দিচ্ছে না কিছুই। সব কেড়ে নিচ্ছে৷’’ এই অতিরিক্ত ডিএ বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে আরও সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় হবে৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রায় ১০ হাজার কোটি টাকার কৃষকবন্ধু প্রকল্প ঘোষণা করে ইতিমধ্যেই রাজ্যের ৭২ লক্ষেরও বেশি কৃষক পরিবারের কাছে নিজের ও সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মুখ্যমন্ত্রী মেনে নেওয়ায় প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারকেও কাছে টেনে নিলেন মুখ্যমন্ত্রী।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =