মুসলিম পরীক্ষার্থীকে হিজাব খুলে NET পরীক্ষায় বসতে নির্দেশ

পানাজি: নেট দিতে আসা মুসলিম পরীক্ষার্থীকে হিজাব খুলতে নির্দেশ৷ অভিযোগ, হিজাব পরে বৃহস্পতিবার গোয়ার পানজির নেট পরীক্ষা দিতে আসেন সফিনা খান সৌদাগার নামের এক পরীক্ষার্থী৷ হিজাব পরে থাকায় তাঁকে পরীক্ষা হলে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন৷ কারণ, নেট পরীক্ষা ইউজিসি-র আওতাভুক্ত৷ সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নেট পরীক্ষায় কোনওরকম

মুসলিম পরীক্ষার্থীকে হিজাব খুলে NET পরীক্ষায় বসতে নির্দেশ

পানাজি: নেট দিতে আসা মুসলিম পরীক্ষার্থীকে হিজাব খুলতে নির্দেশ৷ অভিযোগ, হিজাব পরে বৃহস্পতিবার গোয়ার পানজির নেট পরীক্ষা দিতে আসেন সফিনা খান সৌদাগার নামের এক পরীক্ষার্থী৷ হিজাব পরে থাকায় তাঁকে পরীক্ষা হলে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ এই ঘটনায় প্রশ্নের মুখে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন৷

কারণ, নেট পরীক্ষা ইউজিসি-র আওতাভুক্ত৷ সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, নেট পরীক্ষায় কোনওরকম ড্রেস কোডের যখন উল্লেখ নেই, তাহলে কেন মহিলাকে হিজাব খুলতে বলা হল৷ সফিনা জানাচ্ছেন, নেট পরীক্ষার ফর্মেও কোনওরকম ড্রেস কোডের উল্লেখ থাকে না৷ কোখাও লেখা ছিল না হিজাব পড়া মহিলা পরীক্ষা দিতে পারবেন না৷ পরীক্ষকদেরও সেদিন এই কথাগুলো বলেছিলেন সফিনা৷ কিন্তু তাঁদের রাজি করানো যায়নি বলে অভিযোগ৷

ইউজিসি-র তরফেও ড্রেস কোড সংক্রান্ত লিখিত কোনও নিয়ম নেই বলে জানানো হয়েছে৷ তবে তাঁরা জানান, নেট পরীক্ষাকে স্বচ্ছ রাখতে অলিখিত কিছু নিয়ম মেনে চলা হয়৷ সেখানে মোবাইল ফোন, গয়না, স্কার্ফ, ওড়না সহ বেশ কয়েকটি জিনিস পরীক্ষা হলে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ইউজিসি৷ সফিনার অবশ্য দাবি, নিরাপত্তার নামে তাঁকে রীতিমত হেনস্থা করা হয়েছে তাঁকে৷ আইডি কার্ডের ছবির সঙ্গে তাঁর মুখের মিল আছে কিনা তা খতিয়ে দেখতে সফিনাকে তাঁর কান দেখাতে বলা হয়৷ এতেও রাজিও হন তিনি৷ কিন্ত, ইসলাম ধর্মবলম্বী হওয়ায় সবার সামনে হিজাব খুলে কান দেখাতে চাননি৷ ওয়াশ রুমে গিয়ে হিজাব খুলতে চান সফিনা৷ তাতেও পরীক্ষকরা রাজি হননি বলে অভিযোগ৷ তখনই তাঁরা জানান, হিজাব পরে পরীক্ষা দিতে পারবেন না তিনি৷  অনেক্ষণ তর্ক চলার পর এক মহিলা পরীক্ষকও সফিনাকে একই কথা বলেন৷ বাধ্য হয়েই নিজের ধর্মকেই মেনে চলেন সফিনা৷ বেরিয়ে আসেন পরীক্ষা কেন্দ্র থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =