SSC-র পর এবার ‘বাংলা বনধে’ সামিল হবেন PSC চাকরি প্রার্থীরাও!

আজ বিকেল: শিক্ষক নিয়োগে দুর্নীতি ও কাউন্সেলিংয়ে না আসা প্রার্থীদের গোপনে SMS পাঠিয়ে নিয়োগের বিরোধিতা করে ‘বাংলা বনধে’র ডাক দিয়েছে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ৷ আগামী আগামী ৮ ও ৯ জানুয়ারি ৪৮ ঘণ্টা বাংলা বনধের সমর্থনে এবার প্রচার শুরু করলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ শুধু, এসএসসির দুর্নীতির প্রতিবাদেই যে এই বনধের ডাক দেওয়া হয়েছে, তা নয়৷ রাজ্যে বন্ধ

SSC-র পর এবার ‘বাংলা বনধে’ সামিল হবেন PSC চাকরি প্রার্থীরাও!

আজ বিকেল: শিক্ষক নিয়োগে দুর্নীতি ও কাউন্সেলিংয়ে না আসা প্রার্থীদের গোপনে SMS পাঠিয়ে নিয়োগের বিরোধিতা করে ‘বাংলা বনধে’র ডাক দিয়েছে এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ৷ আগামী আগামী ৮ ও ৯ জানুয়ারি ৪৮ ঘণ্টা বাংলা বনধের সমর্থনে এবার প্রচার শুরু করলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ শুধু, এসএসসির দুর্নীতির প্রতিবাদেই যে এই বনধের ডাক দেওয়া হয়েছে, তা নয়৷ রাজ্যে বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া চালু ও বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবি জানিয়ে বনধে ভুক্তভোগীদের অংশগ্রহণের জন্য আর্জি জানানো হয়েছে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বেকারত্বের যন্ত্রণায় গুমরে না থেকে পথে নামারও বার্তা দিয়েছেন বাম যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষ৷ সমস্ত চাকরিপ্রার্থীদের বনধে সামিল হওয়ার বার্তা দিয়ে ইন্দ্রজিৎ ঘোষের আর্জি, TET, SSC, SLST-তে অনেক আগেই শুরু হয়েছিল। পরীক্ষার দিন বদল, প্রশ্ন ফাঁস ইত্যাদ৷ এবার যে সংস্থার উপর বেকার যুবদের সামান্য ভরসা ছিল, সেই PSC এর মাধ্যমে WBCS (Ex) সেটাতেও শুরু হল গন্ডগোল৷ ২০১৮ সালের WBCS(Ex) এর প্রিলির পরীক্ষা নেওয়ার কথা ছিল আগামী ২০ জানুয়ারি ২০১৯। এখন শোনা যাচ্ছে, পরীক্ষা ওই দিন হবে না৷ PSC অফিসে ফোন করলে, তারা জানাচ্ছেন ৯ ফেব্রুয়ারি হবে৷ সাধারণত এই পরীক্ষাগুলি রবিবার হয়৷ কিন্তু ৯ ফেব্রুয়ারি শনিবার৷ আবার ১০ ফেব্রুয়ারি সরস্বতী পুজো৷ পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে৷ বেকার যুবদের নিয়ে এ রাজ্যের সরকার ছিনিমিনি খেলছে৷ তাঁদের ভবিষ্যতকে নষ্ট করছে৷ SSC পরীক্ষার্থীরা অনেক আন্দোলন করার পর বুঝেছে এই রাজ্যের সরকারকে ধাক্কা মারতে হয়৷ আন্দোলন করেই নিজেদের অধিকার বুঝে নিতে হয়৷ তাই তারা আগামী ৮-৯ জানুয়ারি হরতাল ডেকেছে৷ আগামী ৮-৯ জানুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। SSC চাকরিপ্রার্থীরা ভারতজুড়ে সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন৷ আসলে বেকার যুবরা বুঝেছেন, এ দেশের ও এ রাজ্যের সরকারকে না সরালে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না৷ আর সেই লড়ায়ের একটি ধাপ ধর্মঘট তাই তারাও সামিল ধর্মঘটে৷ আপনার কাছে আবেদন আপনি ও সামিল হোন৷’’

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

ঠিক কোন কোন দাবির ভিত্তিতে এই বনধের ডাক দেওয়া হয়েছে? এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে ১০ দফার দাবির ভিত্তিতে বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে৷ প্রথমত, এসএসসির গেজেট অনুযায়ী আপটুডেট ভ্যাকান্সির শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে৷ দ্বিতীয়ত, শিক্ষক-ছাত্র অনুপাত অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে৷ তৃতীয়ত, রি-কলের নামে এসএমএস পাঠিয়ে গোপন নিয়োগের বন্ধ করারও দাবি তুলেছে চাকরিপ্রার্থী মঞ্চ৷ চতুর্থত, ছাত্র-শিক্ষক অনুপাত মেনে প্রতি বছর ধারাবাহিক এসএসসিতে শিক্ষক নিয়োগের দাবি উঠেছে৷ পঞ্চমত, শিক্ষক নিয়োগে দুর্নীতির বন্ধ করা৷ ষষ্ঠত, শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ৷ সপ্তমত, দ্রুত ও দুর্নীতি মুক্ত শিক্ষক নিয়োগের দাবি৷ অষ্টমত, শিক্ষক বদলির নামে শূন্যপদ বিক্রির বন্ধ করা৷ নবম, সমস্ত স্তরে দ্রুত ও স্বচ্ছ কাউন্সেলিং করানো ও শেষ দফায় শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা ও নিয়োগে ক্ষেত্রে রাষ্ট্রীয় টালবাহানার প্রতিবাদ জানিয়ে বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে হয়েছে৷

এদিনের এই বাংলা বনধ প্রসঙ্গে চাকরিপ্রার্থী মহাম্মদ মেহবুব মণ্ডল বলেন, ‘‘রাজ্যে এই প্রথম শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বনধের ডাক দেওয়া হয়েছে৷ কমিশনের গাফিলতি ও শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের উদাসীনতার জেরেই দীর্ঘ ছ’বছর থমকে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত৷ বেকারত্বের যন্ত্রণা থেকেই এই বনধের ডাক দেওয়া হয়েছে৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nineteen =