নিয়োগের অধিকার বুঝে নিতে রাজপথে যুদ্ধ ঘোষণা গবেষকদের

কলকাতা: যোগ্যতা অনুযায়ী নিয়োগের দাবিতে এবার রাজপথে নামলেন বাংলার কয়েক হাজার গবেষক৷ কলেজে স্থায়ী পদে অতিথি অধ্যাপক নিয়োগের প্রতিবাদ গবেষক পড়ুয়াদের নিয়োগের দাবি জানিয়ে আজ সোমবার শিয়ালদা থেকে বিশাল অরাজনৈতিক পদযাত্রায় সামিল হন সংগঠিত ছাত্র-ছাত্রী ও গবেষক মঞ্চের প্রতিনিধিরা৷ সংগঠিত ছাত্র-ছাত্রী ও গবেষক মঞ্চের তরফের ডাকা মিছিল থেকে এদিন দাবি তোলা হয়, ভারতীয় সংবিধানের সংরক্ষণ

নিয়োগের অধিকার বুঝে নিতে রাজপথে যুদ্ধ ঘোষণা গবেষকদের

কলকাতা: যোগ্যতা অনুযায়ী নিয়োগের দাবিতে এবার রাজপথে নামলেন বাংলার কয়েক হাজার গবেষক৷ কলেজে স্থায়ী পদে অতিথি অধ্যাপক নিয়োগের প্রতিবাদ গবেষক পড়ুয়াদের নিয়োগের দাবি জানিয়ে আজ সোমবার শিয়ালদা থেকে বিশাল অরাজনৈতিক পদযাত্রায় সামিল হন সংগঠিত ছাত্র-ছাত্রী ও গবেষক মঞ্চের প্রতিনিধিরা৷

নিয়োগের অধিকার বুঝে নিতে রাজপথে যুদ্ধ ঘোষণা গবেষকদের

সংগঠিত ছাত্র-ছাত্রী ও গবেষক মঞ্চের তরফের ডাকা মিছিল থেকে এদিন দাবি তোলা হয়, ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি মেনে কলেজের চাকরিতে নিয়োগ করেত হবে৷ CBCS নিয়ম মেনে কলেজে যতজন অস্থায়ী অধ্যাপক রয়েছেন, অবিলম্বে তা পূরণ করেত হবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে এনলিস্টেড প্রফেসর হিসেবে৷ কলেজের স্থায়ী অধ্যাপক নিয়োগ ইউজিসি’র নিয়ম মেনে করতে হবে৷ কলেজে স্থায়ী পদে নিয়োগের জন্য ইউজিসি নিয়মের লঙ্ঘন করা চলবে না৷ কলেজে স্থায়ী পদ পূরণে সিএসসির মাধ্যমেই করতে হবে৷ বিভিন্ন কলেজে যাঁরা যতদিন ধরে অস্থায়ীভাবে পড়াচ্ছেন বা পড়াতেন তাঁরা ইউজিসি ও সিএসসির নিয়ম মেনে শুধুমাত্র এত দিনের অভিজ্ঞতার জন্যই নম্বর পাবেন৷ অন্য কোনও বাড়তি সুযোগ পাবেন না৷ কলেজের শূন্যপদ যথাযথভাবে পূরণ করতে হবে৷ সমস্ত শূন্যপদ প্রকাশ্যে আনতে এভাবে৷ অনৈতিক ভাবে নতুন পথ তৈরি করা যাবে না৷ গেস্টদের ক্লাস প্রতি ধার্য করা পারিশ্রমিক ইউজিসি প্রদত্ত নিয়ম অনুসারে করা হোক৷ তাতে আপত্তির কিছু নেই৷ অযোগ্য অর্থাৎ যাঁদের ইউজিসি কোয়ালিফিকেশন নেই এরকম শিক্ষক নিয়োগ কোনমতেই নিয়োগ বরদাস্ত করা হবে না৷ সিএসসির মেধাতালিকায় প্রাপ্ত নম্বরের উল্লেখ করতে হবে৷ অনেক গবেষক পড়ুয়া সঙ্গে বেআইনিভাবে অতিথি অধ্যাপক হিসাবে নিযুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ সম্পূর্ণ অস্থায়ী অতিথি অধ্যাপক নিয়োগ করে এখন স্থায়ী করা যাবে না৷

নিয়োগের অধিকার বুঝে নিতে রাজপথে যুদ্ধ ঘোষণা গবেষকদের

সংগঠনের প্রেসিডেন্ট প্রিয়ঙ্কর রায়, সেক্রেটারি জুবের আলম, ট্রেজারার কানু মণ্ডল জানান, ‘‘আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রিসার্চ স্কলার৷ যাঁরা রাজ্যের শিক্ষাব্যবস্থা ও কলেজ সার্ভিস কমিশনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত৷ আমরা মাস্টার্স স্টুডেন্ট৷ যাঁরা ভবিষ্যতে নেট-সেট পরীক্ষায় পাস করার জন্য মুখিয়ে আছি৷ অধ্যাপনা করার আশায়৷ আমাদের মাধ্যমে মধ্যে অনেকেই পিএইচডি ডিগ্রিধারী৷ আমরা কলেজে অধ্যাপক হওয়ার সুযোগ্য প্রার্থী৷ অধ্যাপক হওয়ার শর্ত আমাদের ইউজিসি প্রদত্ত ন্যূনতম কোয়ালিফিকেশন থাকা প্রার্থী৷ কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের বঞ্চিত করে অতিথি অধ্যাপকদের স্থায়ী করে কলেজে অধ্যাপকের ঘাটতি পূরণের চেষ্টা করছেন৷ এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না৷ কারণ অতিথি অধ্যাপকদের যোগ্যতা অনেকাংশেই ইউজিসি প্রদত্ত অনুমোদন নেই৷ ফলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকে যায়৷ সেই কারণে আমরা চাইছি, পিএইচডি ডিগ্রিধারী ও অধ্যাপনার সুযোগ করে দেওয়া হোক৷

নিয়োগের অধিকার বুঝে নিতে রাজপথে যুদ্ধ ঘোষণা গবেষকদের

সংগঠনের আরও দাবি, ‘‘অযোগ্য ও নির্দিষ্ট মেধা না থাকা অতিথি অধ্যাপকদের স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে৷ গোটা পদ্ধতিটি পুরো বেআইনি৷ কেননা ইউজিসি নিয়ম অনুযায়ী একজন অতিথি অধ্যাপক কলেজে পড়াশোনা করানোর উপযুক্ত যোগ্যতা থাকা বাধ্যতামূলক এবং গেস্টদের সংখ্যা যেন স্থায়ী প্রফেসরদের সংখ্যার কুড়ি শতাংশ ছাড়িয়ে না যায় সেটা বলা আছে৷ কিন্তু সেই নিয়ম না মেনে নিয়োগ হচ্ছে৷ নিয়োগ অনেক অসঙ্গতি রয়েছে৷ একথা এখন সরকারও অস্বীকার করতে পারে না৷ ফলে, অতিথি অধ্যাপকদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হোক৷ এটাই আমরা চাইছি৷ ইউজিসির নিয়ম মেনে স্থায়ী পদে নিয়োগ করার দাবি তুলছে আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *