‘সম কাজে সম বেতনে’র দাবিতে শিক্ষক বিদ্রোহের ডাক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের

আজ বিকেল: সম কাজে সম বেতন-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ৷ আগামী ৪ জানুয়ারি বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও এসপিডি দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ রয়েছে বিশাল জমায়েত কর্মসূচি৷ ওই দিন বিকাশ ভবনের কাছে করুণাময়ী বাসস্ট্যান্ড জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷ কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলনে ডাক? পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের

‘সম কাজে সম বেতনে’র দাবিতে শিক্ষক বিদ্রোহের ডাক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের

আজ বিকেল: সম কাজে সম বেতন-সহ একগুচ্ছ দাবিতে রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের ডাক দিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ৷ আগামী ৪ জানুয়ারি বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও এসপিডি দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ রয়েছে বিশাল জমায়েত কর্মসূচি৷ ওই দিন বিকাশ ভবনের কাছে করুণাময়ী বাসস্ট্যান্ড জমায়েতের ডাক দেওয়া হয়েছে৷ কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলনে ডাক?



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথমত, সম কাজে সম বেতনের নিরিখে বেতন কাঠামো প্রদান করার দাবি রয়েছে তাঁদের৷ দ্বিতীয়ত, চাইল্ড কেয়ার লিভের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে৷ তৃতীয়ত, অনতিবিলম্বে D.EL.ED এর ফলাফল প্রকাশ৷ চতুর্থত, বছরে তিনবার পার্শ্বশিক্ষকদের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার প্রস্তাব বাতিল করা৷ পঞ্চমত, অনৈতিক ভাবে বদলি বন্ধ করা৷ ষষ্ঠত, ইনক্রিমেন্টহীন পার্শ্বশিক্ষকদের বেতন-বৈষম্য দূরীকরণ৷ সপ্তমত, অলচিকী পার্শ্বশিক্ষকদের ট্রেনিংয়ের খরচ প্রদানের দাবিতে এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =