আরও ৮ হাজার কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার

কলকাতা: ভোটের মুখে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ এরমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কর্মী আছেন৷ এই প্রথমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে পুরুষ নার্স৷ মোট নার্স নিয়োগ হতে চলেছে ৫৭০০’র কিছু বেশি৷ এছাড়া

আরও ৮ হাজার কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার

কলকাতা: ভোটের মুখে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ এরমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কর্মী আছেন৷ এই প্রথমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে পুরুষ নার্স৷ মোট নার্স নিয়োগ হতে চলেছে ৫৭০০’র কিছু বেশি৷ এছাড়া ১২৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন সেই তালিকায়৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুবিএইচআরবি)-এর শীর্ষকর্তা ডাঃ রাজেন পাণ্ডে বলেন, আমারা আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারব৷ স্বাস্থ্য দপ্তর এবং ডব্লুবিএইচআরবি সূত্রের খবর, এই ৫৭০০ নার্সের মধ্যে মহিলা ও পুরুষ জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক নার্স সহ সব ধরনের নার্সই রয়েছেন। ৯ জানুয়ারি, অর্থাৎ আগামীকাল শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *