এবার নজিরবিহীন ছাত্র-বিক্ষোভের সামনে পড়তে চলেছে মোদির সরকার

লাখো কৃষকদের প্রতিবাদ মিছিল দেখেছে দিল্লি। এবার কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষিত যুবকদের প্রতিবাদেরও সাক্ষী হতে চলেছে রাজধানী। শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ৭ ফেব্রুয়ারি প্রতিবাদ পদযাত্রায় সামিল হবে গোটা দেশের যুবসম্প্রদায়ও। এদিকে শিয়রে লোকসভা নির্বাচন। নিঃসন্দেহে, তার আগে যুবসমাজের এই প্রতিবাদ অস্বস্তিতে ফেলবে বিজেপি সরকারকে। সূত্রের খবর, ভারতের বিভিন্ন প্রান্তের যুবসম্প্রদায় যোগ দেবে এই আন্দোলনে।

এবার নজিরবিহীন ছাত্র-বিক্ষোভের সামনে পড়তে চলেছে মোদির সরকার

লাখো কৃষকদের প্রতিবাদ মিছিল দেখেছে দিল্লি। এবার কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষিত যুবকদের প্রতিবাদেরও সাক্ষী হতে চলেছে রাজধানী। শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ৭ ফেব্রুয়ারি প্রতিবাদ পদযাত্রায় সামিল হবে গোটা দেশের যুবসম্প্রদায়ও। এদিকে শিয়রে লোকসভা নির্বাচন। নিঃসন্দেহে, তার আগে যুবসমাজের এই প্রতিবাদ অস্বস্তিতে ফেলবে বিজেপি সরকারকে। সূত্রের খবর, ভারতের বিভিন্ন প্রান্তের যুবসম্প্রদায় যোগ দেবে এই আন্দোলনে। ‘ইয়্যাং ইন্ডিয়া অধিকার মার্চ’ লালকেল্লা থেকে শুরু হয়ে যাবে পার্লামেন্ট পর্যন্ত। জহরলাল নেহেরু স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি এন সাই বালাজী জানান, কৃষকদের মতো ছাত্র সমাজও মোদি সরকারের মিথ্যা প্রতিশ্রুতির শিকার। আমরা আমাদের ন্যায্য শিক্ষার অধিকার, কর্মসংস্থানের থেকে বঞ্চিত হচ্ছি। যখনই এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, দেশদ্রোদী তকমা দেওয়া হচ্ছে। গত ৫ বছর ধরে আমরা লড়ে যাচ্ছি। এবার আমরা একত্রিত হয়ে সরকারকে চ্যালেঞ্জ করব। এমনকি পদযাত্রার ইস্তাহারও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করতে হবে। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে। বাজেটে শিক্ষাখাতে নূন্যতম ১০ শতাংশ ব্যয় করতে হবে। স্কুল বন্ধ, আসন কমানো, বরাদ্দ কমানো, ফি বৃদ্ধি, উচ্চশিক্ষায় সংরক্ষণ কমানো প্রভৃতি শিক্ষানীতি অবিলম্ব বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *