WBCS প্রিলিমিনারি পরীক্ষার সূচি বদল PSC-র

কলকাতা: পিছিয়ে গেল WBCS প্রিলিমিনারি পরীক্ষা৷ আগামী ২০ জানুয়ারি WBCS এগজ়িকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া কথা থাকলেও তা হচ্ছে না৷ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-র তরফে জানানো হয়েছে, ২০ জানুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি হবে এই পরীক্ষা৷ চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে WBCS (Exe)-২০১৯-এর বিজ্ঞাপন প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন

WBCS প্রিলিমিনারি পরীক্ষার সূচি বদল PSC-র

কলকাতা: পিছিয়ে গেল WBCS প্রিলিমিনারি পরীক্ষা৷ আগামী ২০ জানুয়ারি WBCS এগজ়িকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া কথা থাকলেও তা হচ্ছে না৷ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-র তরফে জানানো হয়েছে, ২০ জানুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি হবে এই পরীক্ষা৷

চলতি বছরের নভেম্বরের প্রথম দিকে WBCS (Exe)-২০১৯-এর বিজ্ঞাপন প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিভিন্ন ক‍্যাডারের নিয়োগের হবে WBCS (Exe.) Etc মাধ্যমে৷ পরীক্ষা ২০১৯ পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই হবে নিয়োগ৷ বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০১৯ সালের ২০ জানুয়ারি দেওয়া হয়েছিল৷ কিন্তু, পরে তা বাতিল করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =