SSC-র পরবর্তী চেয়ারম্যান কে? নিয়োগের স্বার্থে কাকে চাইছেন চাকরিপ্রার্থীরা?

আজ বিকেল: দীর্ঘ জট কাটিয়ে সবে মাত্র শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ কিন্তু, তার মাঝে চেয়ার বিতর্কে বিভ্রান্ত কয়ের হাজার চাকরিপ্রার্থী৷ কে হবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? এই নিয়েই এখন চলছে চাকরিপ্রার্থীদের মধ্যে জল্পনা৷ তবে, জল্পনা চললেও চাকরিপ্রার্থীদের একাটাই দাবি, ফিরুক ‘ম্যাডাম’৷ শুরু হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ চেয়ারম্যান পদে চলতে থাকা অচলাবস্থা মেটাতে আজ সোমবার

SSC-র পরবর্তী চেয়ারম্যান কে? নিয়োগের স্বার্থে কাকে চাইছেন চাকরিপ্রার্থীরা?

আজ বিকেল: দীর্ঘ জট কাটিয়ে সবে মাত্র শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ কিন্তু, তার মাঝে চেয়ার বিতর্কে বিভ্রান্ত কয়ের হাজার চাকরিপ্রার্থী৷ কে হবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? এই নিয়েই এখন চলছে চাকরিপ্রার্থীদের মধ্যে জল্পনা৷ তবে, জল্পনা চললেও চাকরিপ্রার্থীদের একাটাই দাবি, ফিরুক ‘ম্যাডাম’৷ শুরু হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ চেয়ারম্যান পদে চলতে থাকা অচলাবস্থা মেটাতে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছে কমিশনে৷ চাকরিপ্রার্থীদের দাবি, অচলাবস্থা মেটাতে ম্যাডামকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হোক কমিশন ও শিক্ষা দপ্তরের কর্তারা৷

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কে হবেন স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তী চেয়ারম্যান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গণভোটের আয়োজন করেন পশ্চিমবঙ্গ SSC চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী৷ সোশ্যাল মিডিয়া গণভোটে ৯০ শতাংশ চাকরিপ্রার্থীই চাইছেন, নিজের পদে বহাল থাকুক চেয়ারম্যান শর্মিলা মিত্র৷ এ প্রসঙ্গে রাজা নন্দী বলেন, ‘‘আমরা চাই ম্যাডাম ফিরুক৷ কারণ, তাঁর হাত দিয়েই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ ম্যাডাম চলে গেলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব৷’’

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

চাকরিপ্রার্থী জয়দীপ দত্ত জানিয়েছেন, ‘‘এসএসসি’র ইতিহাসে সবচেয়ে সফল চেয়ারম্যান হলেন মেড্যাম৷ বন্ধ নিয়োগ প্রক্রিয়াকে সচল করার মূল কারিগর তিনিই৷ আপনাকে শত কোটি প্রণাম৷ যদি, ম্যাডাম না ফেরেন, তাহলে এর মাসুল গুনতে হবে SSC চাকরিপ্রার্থীদেরই৷’’

কিন্তু, কে হবেন পরবর্তী চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্রকে অব্যাহতি দিয়ে গত ১৭ ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, ওদিন থেকেই এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য৷ আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাঁকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন৷ কিন্তু, শেষ মুহূর্তেও আশা ছাড়ছেন না চাকরিপ্রার্থীরা৷ ‘ম্যাডামে’র উপর পূর্ণ আস্থা রাখছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

আরও পড়ুন-

ফের শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট, আদৌ হবে কি নিয়োগ?

ফের শিক্ষক নিয়োগে বিতর্কে জড়াল SSC

লোকসভার আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্ভব? পড়ুন বিস্তারিত

‘বাংলা বনধে’র ডাক রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের

চূড়ান্ত অচলাবস্থা কমিশনে, ফের থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া!

শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেওয়া হবে কবে? কী বললেন পর্ষদ সভাপতি?

টাকা দিলেই মিলবে শিক্ষক বদলির ছাড়পত্র, রাতেও খোলা DPSC-র দপ্তর!

শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ! উঠছে দাবি

ভোটের ডিউটি বয়কটের ডাক দিয়ে কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শিক্ষকদের

চাকরির বাজারে বড় ঘোষণা কেন্দ্রের, উপকৃত হবেন আপনিও

কর্মসংস্থান বাড়াতে বৃদ্ধির হার ২০২২-এর মধ্যে ৯ শতাংশ হওয়া জরুরি: নীতি আয়োগ

শিক্ষক নিয়োগে অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনে

ভোটের ডিউটি বয়কটের ডাক দিয়ে কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শিক্ষকদের

সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার বাধ্যতামূলক করছে সরকার

নোট বাতিলের ধাক্কায় কাজ খুইয়েছেন ৩৫ লক্ষ শ্রমজীবী মানুষ: রিপোর্ট

কোথায় কর্মসংস্থান? নবান্নে জবাব চাইতে গিয়ে মিছল আটকাল পুলিশ

SSC-র চেয়ার বদলের জের, থমকে যাতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া!

SSC-র চেয়ারম্যান পদে রদবদল, বিস্মিত শিক্ষামন্ত্রী! কেন জানেন?

চালু হচ্ছে শিক্ষক-শিক্ষণের ৪ বছরের স্নাতক কোর্স, বিজ্ঞপ্তি NCTE-র

রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল পদের ইন্টারভিউয় কললেটার কীভাবে পাবেন?

রেলের আবেদনের ফি কীভাবে ফেরৎ পাবেন জানেন? পড়ুন বিস্তারিত

UPSC পরীক্ষার সিলেবাসে বদল

শিক্ষক নিয়োগে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন কীভাবে?

এনজনরে RPF কনস্টেবল নিয়োগে নিয়ম-কানুন

বড় দিনের আগেই শিক্ষক নিয়োগের বড় ঘোষণা SSC-র

শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিকাশ ভবনের

মৃত কর্মীর পরিজনকে চাকরি দিতে লাগবে নবান্নের অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *