ভারতীয় ফুটবলের যুগাবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা সুনীল ছেত্রীর

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের প্রাণ তিনি৷ তাঁকে ঘিরে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ৷ ভারতীয় ফুটবলে তাঁর অবদান অনস্বীকার্য৷ তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বল পায়ে আর বেশি দিন…

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের প্রাণ তিনি৷ তাঁকে ঘিরে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ৷ ভারতীয় ফুটবলে তাঁর অবদান অনস্বীকার্য৷ তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বল পায়ে আর বেশি দিন ছুটে বেরাতে দেখা যাবে না তাঁকে৷ অবসর গ্রহণের ঘোষণা করে দিলেন ভারতের ফুটবল তারকা তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী৷ আগামী ৬ জুন আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। এটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী ম্যাচ৷ খেলা হবে কুয়েতের বিরুদ্ধে৷ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।

 

দেশের সেরা ফুটবলারদের তালিকায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন ৩৯ বছরের সুনীল। ভারতীয় ফুটবল দলের হয়ে  এখনও পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ গোল করেছেন তিনি। ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় তাঁর স্থান চারে৷

 

বৃহস্পতিবার সকালে ভারতের এই কিংবদন্তী ফুটবলার এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করে অবসরের কথা ঘোষণা করেন। ১০ মিনিটের ওই ভিডিয়ো পোস্টে তিনি স্পষ্ট করে দেন যে, জাতীয় কেরিয়ার এবার শেষ৷ তবে কুয়েতের সঙ্গে শেষ ম্যাচ খেলার আগে কোনও চাপ নয়, বরং ভারতীয় জার্সিতে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চান তিনি৷ তবে ফুটবল নিয়ে তাঁর আবেগ চাপা থাকেনি ভিডিয়োয়৷ কেরিয়ারের প্রথম ম্যাচের কথাও উল্লেখ করেছেন সুনীল৷ উল্লেখ করেছেন স্ত্রীর অনুভূতির কথাও৷ ভারতের ফুটবল অধিনায়কের অবসর নিশ্চিত ভাবেই একটা যুগের অসান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *