গঙ্গা দূষণ রুখতে ব্যর্থ বাংলা! পরিবেশ আদালতে বড়সড় ধাক্কা রাজ্যের

নয়াদিল্লি: গঙ্গা দূষণ রুখতে ব্যর্থ বাংলার সরকার৷ আর এই ব্যর্থতার দায়ে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে মোটা টাকায় জরিমানা করল ন্যশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷ এর আগেও বায়ুদূষণ রুখতে ব্যর্থতার করাণ দেখিয়ে রাজ্যকে জরিমানা করা হয়৷ ট্রাইব্যুনাল জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত ২২টি নিকাশি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ হয়েছে৷ পরিবেশ আদালতের তরফে নিকাশি পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা

গঙ্গা দূষণ রুখতে ব্যর্থ বাংলা! পরিবেশ আদালতে বড়সড় ধাক্কা রাজ্যের

নয়াদিল্লি: গঙ্গা দূষণ রুখতে ব্যর্থ বাংলার সরকার৷ আর এই ব্যর্থতার দায়ে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে মোটা  টাকায় জরিমানা করল ন্যশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷ এর আগেও বায়ুদূষণ রুখতে ব্যর্থতার করাণ দেখিয়ে রাজ্যকে জরিমানা করা হয়৷

ট্রাইব্যুনাল জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত ২২টি নিকাশি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ হয়েছে৷ পরিবেশ আদালতের তরফে নিকাশি পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল৷ অভিযোগ, ট্রাইব্যুনালের নির্দেশ মানেনি পশ্চিমবঙ্গ-সহ বিহার ও প্রতিবেশী ঝাড়খণ্ড৷ গঙ্গা দূষণের মতো  গুরুত্বপূর্ণ বিষয়ে অসংবেদনশীল মনোভাব দেখার জেরে তিন রাজ্যকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়৷ বাংলা-সহ তিন রাজ্যের পাশাপাশি আলাদা উত্তরপ্রদেশকেও সতর্ক করেছে৷ শিল্পের রাসায়নিক বর্জ্য গঙ্গায় যাতে কোনওভাবেই ফেলা না হয়, তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *