খিচুড়ি রেঁধে বিশ্বরেকর্ডের পথে বিজেপি

নয়াদিল্লি: দলিতদের মধ্যে জনসংযোগ গড়ে তুলতে রবিবার ৫,০০০ কেজি খিচুড়ি রাঁধল বিজেপি। এদিন দিল্লির রামলীলা ময়দানে ‘ভীম মহাসঙ্গম’ কর্মসূচির অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ ‘সমরাস্তা খিচুড়ি’ রেঁধে খাওয়ানোর উদ্যোগ নিয়েছিল দিল্লি বিজেপি। খিচুড়ি রাঁধতে মোট ৪০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ৩৫০ কেজি সবজি, ১০০ কেজি দেশি ঘি, ১০০ লিটার তেল, ২,৫০০ লিটার জল ও

খিচুড়ি রেঁধে বিশ্বরেকর্ডের পথে বিজেপি

নয়াদিল্লি: দলিতদের মধ্যে জনসংযোগ গড়ে তুলতে রবিবার ৫,০০০ কেজি খিচুড়ি রাঁধল বিজেপি। এদিন দিল্লির রামলীলা ময়দানে ‘ভীম মহাসঙ্গম’ কর্মসূচির অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ ‘সমরাস্তা খিচুড়ি’ রেঁধে খাওয়ানোর উদ্যোগ নিয়েছিল দিল্লি বিজেপি। খিচুড়ি রাঁধতে মোট ৪০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ৩৫০ কেজি সবজি, ১০০ কেজি দেশি ঘি, ১০০ লিটার তেল, ২,৫০০ লিটার জল ও ২৫০ কেজি মশলা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতারা।

এর জন্য দেশের তিন লক্ষ দলিতদের বাড়ি থেকে চাল-ডাল সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। একটি বিশালাকৃতি পাত্রে এই বিপুল পরিমাণ খিচুড়ি রান্না করেছেন নাগপুরের শেফ বিষ্ণু মনোহর। অনুষ্ঠানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ২৫,০০০ মানুষ ওই খিচুড়ি খেয়েছেন। তবে অনুষ্ঠানে দলের দলিত নেতা তথা সাংসদ উদিত রাজের অনুপস্থিতিতে বিজেপির দলিত-প্রেম নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *