কাশ্মীরকে ‘বিতর্কিত স্থান’ বলে দাবি, জি-২০ বৈঠকে যোগ দেবে না চিন

কাশ্মীরকে ‘বিতর্কিত স্থান’ বলে দাবি, জি-২০ বৈঠকে যোগ দেবে না চিন

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজন করা হয়েছে এবার। এই নিয়ে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। কিন্তু এই বৈঠকে যোগ দিতে রাজি হচ্ছে না চিন। তাদের দাবি, কাশ্মীর ‘বিতর্কিত স্থান’, তাই তাঁদের কোনও প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবে না। ড্রাগনের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সম্প্রতি এই কথাই জানিয়েছেন। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। 

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ চিরদিনের। ওয়াকিবহাল মহলের মতে, সেই বিরোধকে আরও বেশি করে জিইয়ে রাখার চেষ্টা করছে চিন। এমনিতেই তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল। এক্ষেত্রে বিষয়টি অনেকটা ‘শত্রুর শত্রু বন্ধু’র মতো। তাই ধারনা, ‘বন্ধু’ পাকিস্তানকে খুশি করতেই চিন এই জি-২০ বৈঠকে যোগ দেবে না। প্রসঙ্গত, ভারত এবারের জি-২০ সম্মেলনের দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ছোট-বড় সব শহরেই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে শ্রীনগরে বৈঠক রাখা হয়েছিল। কিন্তু চিনের এই সিদ্ধান্তে যে দুই দেশের সম্পর্কে যে আরও চিড় ধরবে তা বলাই বাহুল্য।