নাগরিকত্ব বিল: উত্তপ্ত রাজ্যসভা

নয়াদিল্লি: বিতর্কের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল৷কিন্তু, নয়া এই বিল নিয়ে দিনভর তপ্ত রাজ্যসভা৷ সংসদের উচ্চ-কক্ষে বিল পাশ করাতে কেন্দ্রের তরফে তৎপরতা শুরু হলেও নাছোড় বিরোধী শিবির৷ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করা এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয় কংগ্রেস৷ সে দাবি খারিজ হওয়ায় মঙ্গলবার

নাগরিকত্ব বিল: উত্তপ্ত রাজ্যসভা

নয়াদিল্লি: বিতর্কের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল৷কিন্তু, নয়া এই বিল নিয়ে দিনভর তপ্ত রাজ্যসভা৷ সংসদের উচ্চ-কক্ষে বিল পাশ করাতে কেন্দ্রের তরফে তৎপরতা শুরু হলেও নাছোড় বিরোধী শিবির৷

পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করা এই বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয় কংগ্রেস৷ সে দাবি খারিজ হওয়ায় মঙ্গলবার কংগ্রেস ওয়াকআউট করে৷ সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষাপটে অসমিয়াদের চটাতে চায়নি কংগ্রেস, আবার বরাক উপত্যকার বাঙালিদেরও ভুল বার্তা দিতে চায়নি, তাই ওয়াকআউটের সিদ্ধান্ত৷

এটাকে ভোটব্যাঙ্কের রাজনীতি ও বাঙালিদের স্বার্থে আঘাত বলে নিন্দা করে ওয়াকআউট করে তৃণমূলও৷ তবে, লোকসভায় পাশ হলেও আজ বুধবার রাজ্যসভায়ও কংগ্রেসের তরফে একই দাবি জানানো হয়৷ এদিন বিলটি পাশ হবে কি না, সন্দেহ রয়েছে৷ আজও বিরোধীরা হইচই করে রাজ্যসভা ভণ্ডুল করে দিতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *