ফের আধার বাধ্যতামূলক করার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: বাধ্যতামূলক হতে চলেছে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার যোগ। রবিবার এমনটাই জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সাংবাদিকদের তিনি জানান, ইতিমধ্যেই প্রস্তাব এসেছে। শীঘ্রই এই নিয়ে আইন আনতে চলেছে সরকার। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এর ফলে জাল লাইসেন্স, জরিমানা, সনাক্তকরণ প্রভৃতি ক্ষেত্রে সুবিধা হবে। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার যোগ হলে জাল লাইসেন্সের রমরমা আটকানো যাবে। চালকে যদি

ফের আধার বাধ্যতামূলক করার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: বাধ্যতামূলক হতে চলেছে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার যোগ। রবিবার এমনটাই জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সাংবাদিকদের তিনি জানান, ইতিমধ্যেই প্রস্তাব এসেছে। শীঘ্রই এই নিয়ে আইন আনতে চলেছে সরকার। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এর ফলে জাল লাইসেন্স, জরিমানা, সনাক্তকরণ প্রভৃতি ক্ষেত্রে সুবিধা হবে। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার যোগ হলে জাল লাইসেন্সের রমরমা আটকানো যাবে।

চালকে যদি কখনও জরিমানাও করা হয়, সেই টাকা সঠিক খাতে জমা পড়ছে কিনা জানতে পারবেন চালক। অনেক সময় দেখা যায়, জরিমানার অঙ্ক বেশি হলে পুরনো লাইসেন্স বাদ দিয়ে আবার ফ্রেশ লাইসেন্সের বের করে নেন চালক। সেই প্রবণতাও ঠেকানো যাবে। তাছাড়া লাইসেন্সধারী কেউ যদি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্তে থাকে, তাদের সনাক্ত করতেও সুবিধা হবে। তাই আধার যোগ বাধ্যতামূলক আইন আনছে সরকার। তবে যে কেউ চাইলে এখনও ‘ইউটি আরটিও’ ওয়েবসাইটে গিয়ে স্বেচ্ছায় আধার যোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =