এবার ঘরে বসেই মিলবে বন্যার পূর্বাভাস! এখনই ডাউনলোড করুন ‘ফ্লাড ওয়াচ’ অ্যাপ

এবার ঘরে বসেই মিলবে বন্যার পূর্বাভাস! এখনই ডাউনলোড করুন ‘ফ্লাড ওয়াচ’ অ্যাপ

কলকাতা:  বর্ষা-বাদলের দিন৷ যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামছে৷ একেক সময় বাইরেটা পুরো আবছা হয়ে যাচ্ছে। কোনও কোনও জায়গায় এতটাই বৃষ্টি হচ্ছে যে, বন্যার আশঙ্কা তৈরি হয়েছে৷ তবে আর অযথা ভয় নয়৷ বন্যা হওয়ার ২৪ ঘণ্টা আগেই আপনাকে সতর্ক করে দেবে কেন্দ্রীয় জল কমিশনের তৈরি অ্যাপ ‘ফ্লাড ওয়াচ’৷ বৃহস্পতিবার থেকেই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল এই অ্যাপ৷ 

এই অ্যাপের মাধ্যমে ২৪ ঘন্টা অর্থাৎ একদিন আগেই বন্যার পূর্বাভাস পেয়ে যাবেন ইউজাররা৷ এটি দেশের বিভিন্ন ওয়াটার স্টেশনে বন্যার সম্ভাবনা সম্পর্কে সাত দিনের পরামর্শ প্রদান করবে। সাধারণত এই স্টেশনগুলি কেন্দ্রীয় জল কমিশন দ্বারাই নিয়ন্ত্রিত ও রক্ষিত৷ 

বজ্রপাত সতর্কতায় অনেকদিন আগে এমনই একটি অ্যাপ লঞ্চ করেছিল মৌসম ভবন৷ যার নাম দেওয়া হয়েছিল ‘দামিনী’৷ এই অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করা থাকলে ইউজাররা সহজেই জানতে পারেন পরের ৭, ১৪ এবং ২১ মিনিটের মধ্যে ২০ থেকে ৪০ মিটার সীমারেখায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে৷ ‘দামিনী’ জনমানসে বেশ জনপ্রিয়ও হয়৷ এবার বন্যা সতর্কতায় কেন্দ্রীয় জল কমিশন নিয়ে এল ‘ফ্লাড ওয়াচ’৷ কোনও জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হলে তার অন্তত ২৪ ঘণ্টা আগেই অ্যালার্ট করবে এই অ্যাপ৷  

এই অ্যাপটিতে ভারতের একটি মানচিত্রে ওয়াটার স্টেশনগুলিকে রঙিন বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ডিজিটাল মানচিত্রে সবুজ বৃত্তের অর্থ স্বাভাবিক পরিস্থিতি৷ হলুদ বৃত্তের অর্থ স্বাভাবিকের চেয়ে কিছুটা গুরুতর৷ তবে কমলা এবং লাল রঙের বৃত্ত দ্বারা গুরুতর এবং চরম বন্যা পরিস্থিতি উপস্থাপিত হয়৷ নির্দিষ্ট বৃত্তে ক্লিক করলে সেই স্টেশনের বর্তমান জলস্তর, সর্বোচ্চ স্তর, বিপদ স্তর এবং সতর্কতার স্তর ইত্যাদি দেখা যাবে৷ লেখার পাশাপাশি ভয়েস প্রম্পটেরও ব্যবস্থাও রয়েছে ‘ফ্লাড ওয়াচ’ অ্যাপে৷ 

জলশক্তি মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যাপ ২৪ ঘণ্টা আগেই রাজ্য-ভিত্তিক অথবা নদী অববাহিকা ভিত্তিক বন্যার পূর্বাভাস দিতে সক্ষম৷ এমনকি সাত দিন আগে থেকেই বন্যার সম্ভাবনার ইঙ্গিত দিতে থাকবে এই অ্যাপ। কেন্দ্রীয় জল কমিশন বা সিডব্লিউসি-র চেয়ারম্যান কুশভিন্দর ভোহরা এক বিবৃতিতে বলেন, ‘ফ্লাডওয়াচ অ্যাপটি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে, গাণিতিক মডেলিং এবং রিয়েল-টাইম মনিটরিংপ্রযুক্তির সাহায্যে সঠিক এবং যথাযথ সময়ে বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে ইউজাররা বন্যা পরিস্থিতি সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন৷’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *