জি-২০ সামিটে নেই ‘ইন্ডিয়া’, দেশের নাম নিয়ে অবস্থান স্পষ্ট মোদীর

জি-২০ সামিটে নেই ‘ইন্ডিয়া’, দেশের নাম নিয়ে অবস্থান স্পষ্ট মোদীর

নয়াদিল্লি: শেষ কয়েক দিন ধরেই দেশের নাম নিয়ে চর্চা চলছে। কারণ আচমকা একাধিক জায়গায় দেশের নাম ‘ইন্ডিয়া’ না লিখে লেখা হয়েছে ‘ভারত’। জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতিকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ হিসাবে উল্লেখ করা হয়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথিতেও তাঁকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা হয়েছিল। এতেই আম জনতার কৌতূহল বাড়ে যে দেশের নামের কোনও পরিবর্তন আসন্ন কিনা। সেই জল্পনা আরও বাড়াল জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখা একটি কার্ড। 

জি-২০ সম্মেলন থেকে বাদ গিয়েছে ‘ইন্ডিয়া’ তা বলা যেতে পারে। কারণ মোদীর সামনে রাখা কার্ডে লেখা রয়েছে ‘ভারত’। সাধারণত এই সব ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ নামটাই দেখে অভ্যস্ত সকলে। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চের সামনে দেশের নাম নিয়ে তাঁর কী অবস্থান সেটা প্রমাণ করে দিলেন। এতে স্বাভাবিকভাবেই জনমানসে কৌতূহল বাড়ল যে আগামী দিনের বিশেষ সংসদ বৈঠকে কী নিয়ে আলোচনা হতে চলেছে। সত্যি কি দেশের নাম বদলানো হবে? যদিও এই বিষয়টিকে আগেই গুজব বলে উড়িয়েছে খোদ বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাঁদের কথায়, ইন্ডিয়া মানেই ভারত। এতে কোনও সন্দেহ নেই। 

মোদ্দা কথা হল, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই ‘ভারত’ শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে ‘ইন্ডিয়া’ ব্যবহার হয়ে আসছে।  কিন্তু সেখানেও ‘ভারত’ নামের ব্যবহার স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে মানুষের। কারণ এমনটা হলে আবার নোটবন্দির পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা অনেকের। কারণ নথি থেকে শুরু করে টাকা, যেখানে যেখানে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে তা বদলাতে হতে পারে। তবে পুরোটাই এখন জল্পনার জায়গাতেই আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *