বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা? কংগ্রেস চিঠি দিল মোদীকে

বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা? কংগ্রেস চিঠি দিল মোদীকে

Congress

নয়াদিল্লি: চলতি মাসেই ১৮ থেকে ২২ তারিখ সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদী সরকার। সেই সময়ে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এই আবহে একটা ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ পরিস্থিতি তৈরি হওয়ায় সংসদের বিশেষ অধিবেশন নিয়ে চর্চা আরও বেশি হচ্ছে। কিন্তু আদতে কীসের জন্য এই অধিবেশন ডাকা হল, তা নিয়ে রাজনৈতিক মহলেও কৌতূহল বেড়েছে। তাই এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কী নিয়ে আলোচনা হতে চলেছে তা জানতে চান তিনি। 

মোদী সরকার এই অধিবেশন ডাকার পরেই বিরোধী শিবির থেকে অভিযোগ করা হয়েছে, কারোর কোনও পরামর্শ ছাড়াই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কী নিয়ে চর্চা হবে, তার কোনও ধারনাই নেই কারোর কাছে। মোদীকে লেখা চিঠিতে এই বিষয়টি উল্লেখ করেই কংগ্রেস নেত্রী লিখেছেন, বিশেষ অধিবেশন সম্পর্কে কোনও অনুমান নেই তাঁদের কারোর। শুধু এইটুকু জানা গিয়েছে যে, পাঁচ দিনই সরকারি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। তাই অধিবেশনের কোনও অ্যাজেন্ডা না জানানোর জন্য কংগ্রেস চাইছে এই অধিবেশনে মণিপুর হিংসা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক-সহ ৯টি বিষয়ে আলোচনা হোক। এই বিষয়গুলির মধ্যে মূল্যবৃদ্ধি, আদানি ইস্যু, চিন সীমান্তের উত্তেজনা, জাতি-ভিত্তিক জনগণনা সহ একাধিক উল্লেখযোগ্য। 

তবে অনেকের ধারণা, এখন যে দেশের নাম বদলের বিষয় নিয়ে এত আলোচনা চলছে, সেই নিয়েই হয়তো কোনও প্রস্তাব পাশ হতে চলেছে। সেই কারণে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কারণ আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের যে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন, তার আমন্ত্রণ পত্রে ‘ইন্ডিয়া’ নয়, লেখা আছে ‘ভারত’। অন্যদিকে, বিজেপি নেতা সম্বিত পাত্র মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথি প্রকাশ করেছেন। সেখানে মোদীর পদ লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nine =