দু’ফোটা সরষের তেলেই মুক্ত হবে করোনা, দাওয়াই রামদেবের

দু’ফোটা সরষের তেলেই মুক্ত হবে করোনা, দাওয়াই রামদেবের

নয়াদিল্লি: এবার করোনা নিধনের মোক্ষম দাওয়াই দিলেন যোগগুরু বাবা রামদেব৷ না, কোনও ল্যাবে তৈরি ওষুধ নয়৷ ঘরোয়া টোটকাতেই নাকি কুপোকাত হবে করোনা৷ কোভিড-১৯ এর প্রতিষেধক তৈরি করতে যখন পায়ের ঘাম মাথায় ফেলছেন বিশ্বের বিজ্ঞানীরা, তখন ভাইরাস মারার সহজ পথ দেখালেন বাবা রামদেব৷ এর জন্য প্রয়োজন শুধু দুই ফোঁটা সরষের তেল! নাকের ছিদ্রে দু’ফোঁটা দিলেই নাকি মরবে করোনা৷

সম্প্রতি এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে করোনা সংক্রান্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়েছিলেন পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বাবা রামদেব৷ ওই অনুষ্ঠানে কোনও ব্যক্তির করোনা হয়েছে কিনা, তা বোঝার পদ্ধতি বাতলান তিনি৷ যোগগুরু বলেন, “করোনাভাইরাসের জন্য একটি বিশেষ প্রাণায়াম আছে। তার নাম উজ্জাই। এই প্রাণায়ামের পদ্ধতি হল গলা বন্ধ রেখে নাকের সাহায্যে শ্বাস নিয়ে তা এক মিনিট ধরে রাখতে হবে৷

এক মিনিট পর ফের নাকের সাহায্যেই তা ছাড়তে হবে। এই প্রাণায়ম করতে পারলেই মিলবে ফিট সার্টিফিকেট৷ বুঝবেন আপনার করোনা হয়নি। বয়স্করা, বিশেষ করে যাঁদের হাইপার টেনশন, মধুমেহ বা হার্টের সমস্যা রয়েছে, তাঁরা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস ধরে রাখতে পারেন, তাহলেই বুঝবেন তাঁদের শরীরে করোনা নেই। কম বয়সীদের ক্ষেত্রে ১ মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালাতে হবে। করোনা টেস্টিংয়ের বিকল্প পন্থা বাতলেই থামেননি তিনি৷

এর পর রামদেব বলেন, ‘‘নাকের ফুটো দিয়ে সরষের তেল টানলে তা শ্বাসনালীতে থাকা করোনা ভাইরাসকে খতম করবে৷’’ কিন্তু কী ভাবে? তাঁর যুক্তি, ‘‘শ্বাসনালীতে করোনাভাইরাস থাকলে তা তেলের সঙ্গে পেটে চলে যাবে৷ পেটে থাকা অ্যাসিডের সংস্পর্শে এসে জীবাণুগুলি মারা পড়বে৷’’ তিনি আরও বলেন, “বেশিরভাগ রোগের কারণ হল শরীরে অক্সিজেন কমে যাওয়া। চিকিৎসকরাও বারবার একথা বলেছেন৷  একমাত্র যোগা করলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব৷  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে, করোনার মতো ভাইরাস আঘাত হানতে পারবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *