কলকাতা: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। আগামী ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা কিছুটা ইঙ্গিত দিয়ে দিল যে কোন দল বাজিমাত করতে চলেছে। সবথেকে বড় ইঙ্গিত মিলেছে মেঘালয়ের ভোট নিয়ে। এক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, সেই রাজ্যে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: তৃণমূলের এক মহিলা আইনজীবী সরকারি প্যানেল থেকে বাদ, বিচারপতি মান্থার এজলাসে ছিলেন
জি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস! আভাস মিলছে, ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। ৮-১৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ৬-১১ টি আসন। অনেকেই ভাবতে শুরু করেছেন যে এটা সম্ভব আদৌ হবে কিনা। তবে যদি হয় তাহলে কীসের জন্য? এখানেই ‘মমতা ম্যাজিক’-এর বিষয়টি চলে আসছে। গত ডিসেম্বরেই তিনি প্রথমবারের জন্য মেঘালয় সফর করেছিলেন। তারপর জানুয়ারি মাসে ভোটের প্রচারে গিয়েছিলেন। সভা মঞ্চ থেকেই স্থানীয় ভাষার ইস্যু থেকে উন্নয়ন ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। এছাড়া বলেন, তৃণমূল ক্ষমতায় এলে বাংলার মতো সে রাজ্যেও চালু করা হবে একাধিক প্রকল্প। সেটাই কি ‘ফ্যাক্টর’ হল? উত্তর মিলবে ২ তারিখ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”টাকা চুরির শাস্তি! ছেলেকে ঝুলিয়ে দিল বাবা! Man’s bizarre punishment for his 11-year-old son” width=”560″>
প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা। আর এই একই সমীক্ষায় ত্রিপুরা সম্পর্কে বলা হয়েছে, সেই রাজ্যে বিজেপি পেতে পারে ২৯-৩৬ টি আসন, সিপিএম পেতে পারে ১৩-২১ টি আসন। তিপ্রা পেতে পারে ১১-১৬ টি আসন। আবার নাগাল্যান্ড ধরে রাখতে চলেছে বিজেপি জোট। তারা পেতে পারে ৩৫-৪৩ আসন। আর কংগ্রেস পেতে পারে ১-৩ টি আসন।