অস্বস্তি কাটছে না কেজরিওয়ালের! ফের বড় দুর্নীতির অভিযোগ আপের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: শুধু দিল্লি আবগারি দুর্নীতি মামলা নয়, একের পর এক অভিযোগ উঠছে আম আদমি পার্টির বিরুদ্ধে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ…

নিজস্ব প্রতিনিধি: শুধু দিল্লি আবগারি দুর্নীতি মামলা নয়, একের পর এক অভিযোগ উঠছে আম আদমি পার্টির বিরুদ্ধে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার আরও একটি নতুন অভিযোগ উঠল তাঁর দলের বিরুদ্ধে। যে ঘটনায় লোকসভা নির্বাচন পর্বে আরও অস্বস্তি বাড়ল আম আদমি পার্টির।

এবার বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগ উঠল আপের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দাবি করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশ থেকে যে বিপুল অর্থ সাহায্য পেয়েছে, সেই টাকা কারা দিয়েছেন তা সব ক্ষেত্রে স্পষ্ট নয়। এই সংক্রান্ত নথির অধিকাংশ ক্ষেত্রে যারা টাকা দিয়েছেন তাঁদের নাম নেই বলে ইডির দাবি। যা নিশ্চিত ভাবে বেআইনি, এমনটাই বলছে ইডি।

২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে নিয়মবহির্ভূত ভাবে ৭ কোটি ৮ লক্ষ টাকা এভাবেই আম আদমি পার্টি সংগ্রহ করেছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত দেশ থেকে অনুদান সংগ্রহ করেছে আপ সেগুলি হল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ওমান। যদিও ইডির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। তবে তাতে অস্বস্তি এড়াতে পারছেন না তাঁরা। সূত্রের খবর এই বিষয়টি নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাবে ইডি।

উল্লেখ্য দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেই আম আদমি পার্টি গঠন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তীকালে দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দল বিজেপিকে রাজধানীর মাটি থেকে সাফ করে দেয়। পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির প্রত্যেকটি কেন্দ্রে জয়লাভ করলেও, বিধানসভা নির্বাচনে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। দিল্লির মানুষ বারবার কেজরিওয়ালের উপরেই আস্থা রেখেছেন।

কিন্তু যেভাবে দিল্লি আবগারি দুর্নীতি মামলার অভিযোগে বিদ্ধ হয়েছেন কেজরিওয়াল, তাতে অস্বস্তি বেড়েছে আম আদমি পার্টির। ২৫-মে দিল্লি লোকসভার সাতটি কেন্দ্রের নির্বাচন। তার আগে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগ উঠল। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর প্রভাব ভোটবাক্সে পড়ে কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *