৪ জুন রেকর্ড ভাঙবে স্টক মার্কেট! বড় ঘোষণা মোদীর

মুম্বই: ৪ জুনের পরে নতুন রেকর্ড গড়বে ভারতীয় স্টক মার্কেট। নির্বাচনের পরে শেয়ার বাজার এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যে বাজারের অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বে।…

Centre's Team Visit Bengal

মুম্বই: ৪ জুনের পরে নতুন রেকর্ড গড়বে ভারতীয় স্টক মার্কেট। নির্বাচনের পরে শেয়ার বাজার এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যে বাজারের অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বে। এনডিটিভি-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর মতে, নির্বাচনের সপ্তাহে বা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সপ্তাহে বাজারের পারফরম্যান্সই বলে দেবে, কারা ক্ষমতায় আসছে। মোদী বলেন, “আপনারা দেখবেন, ৪ জুন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর, এক সপ্তাহের মধ্যে বাজারের অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বে।” মোদি বলেন, তাঁদের সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল তখন সেনসেক্স ছিল ২৫,০০০-এ। সেখান থেকে বর্তমানে সেনসেক্স ৭৫,০০০ পয়েন্টে রয়েছে। তিনি বলেন, “আমরা ২৫,০০০ থেকে আমাদের যাত্রা শুরু করে ৭৫,০০০-এ পৌঁছেছি। এতে গোটা বিশ্বে আমাদের গর্ব বেড়েছে। যত বেশি সাধারণ মানুষ শেয়ার বাজারে অংশ নেবে, অর্থনীতি তত শক্তিশালী হবে। আমি চাই নাগরিকদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ুক।” এদিকে অমিত শাহ বলেছিলেন, “স্টক মার্কেটে এর থেকেও বড় পতন দেখা গিয়েছে। একে নির্বাচনের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। যাই হোক, গুজব রটছে। আপনারা ৪ জুনের আগে শেয়ার কিনে রাখতে পারেন। কারণ, তারপর বাজারের দর বেড়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *