মোদির প্রশংসায় পঞ্চমুখ মুসলিমরা? জয় চেয়ে প্রার্থনা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের!

নিজস্ব প্রতিনিধি: এও কী সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় চাইছেন মুসলিমরা? এমনকী লোকসভা নির্বাচনে তাঁর জয় চেয়ে দরগায় চাদর চড়াতেও দ্বিধা করছেন না তাঁরা! সেই সঙ্গে…

নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি: এও কী সম্ভব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় চাইছেন মুসলিমরা? এমনকী লোকসভা নির্বাচনে তাঁর জয় চেয়ে দরগায় চাদর চড়াতেও দ্বিধা করছেন না তাঁরা! সেই সঙ্গে মোদির গুণগান করে বলছেন, মুসলিমরা ভারতে অত্যন্ত সুরক্ষিত রয়েছেন। এমনটাই দেখা গেল বিজেপি শাসিত উত্তরাখণ্ডে।
উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস এভাবেই প্রকাশ্যে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতে মুসলিমদের কোনও সঙ্কট নেই।

বুধবার তিনি বলেন,”এই মুহূর্তে ভারতের প্রয়োজন নরেন্দ্র মোদির মতো বলিষ্ঠ নেতৃত্বের। এই নির্বাচনে আমি মোদিজির জয়ের জন্য প্রার্থনা করেছি। তিনি গোটা বিশ্বের সামনে যে শক্তিশালী ভারতীয় নেতৃত্বের উদাহরণ তুলে ধরেছেন তার প্রশংসা করতেই হবে। গোটা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশৃঙ্খলা ও সংঘাত বিভিন্ন দেশকে গ্রাস করছে। এই কঠিন সময়ে ভারতের প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বলিষ্ঠ নেতাকে। তাঁরই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর ভারতবর্ষে মুসলিমরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। এখানে তাঁদের কোনও সঙ্কট নেই।” এর পাশাপাশি উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা হরিদ্বারের সাবির সাহেব দরগার প্রধান শাদাব মনে করেন, লোকসভা নির্বাচনে যদি বিজেপির পরিবর্তে বিরোধীরা জয়লাভ করে, তাহলে দেশ দুর্বল নেতৃত্বের হাতে চলে যেতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে হরিদ্বারের একটি দরগায় চাদর চড়িয়ে তার উপর পুষ্পবৃষ্টি করে মুসলিমরা নরেন্দ্র মোদির জয়লাভের জন্য প্রার্থনা করছেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের বেশ কয়েকজন সদস্য। এ প্রসঙ্গে শাদাব শামস আরও বলেছেন,”এই লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই বিজেপি জিতুক, এটাই আমরা চাই। সেই আশা পূরণ করার লক্ষ্যেই দরগায় গিয়ে সবাই প্রার্থনা করেছেন।” এভাবেই মুসলিম সমাজের ওই প্রতিনিধিরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, তাঁরা বিজেপি বিদ্বেষী নন। কিন্তু কোন কারণে মোদির ফের বড় জয় চাইছেন তাঁরা? উত্তরাখণ্ডের বিজেপি নেতারা দাবি করছেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশ জুড়ে উন্নয়ন করছেন সেখানে তিনি জাত-ধর্ম-বর্ণ দেখেননি। এর সুফল পেয়েছেন হিন্দু-মুসলিম নির্বিশেষে উত্তরাখণ্ডের সমস্ত মানুষ। সেই কারণেই মুসলিমদের এমন প্রার্থনা বলে দাবি বিজেপি নেতৃত্বের।

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও বিচ্ছিন্ন ঘটনা। এই উদাহরণ তুলে ধরে এটা বলা যাবে না যে দেশের সমস্ত মুসলিম মোদির জয় চাইছেন। যদিও বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে উন্নয়ন প্রসঙ্গে ‘সবকা সাথ সবকা বিশ্বাস’-এর কথা বলেন সেটা যে মিথ্যা নয়, তা বুঝিয়ে দিল উত্তরাখণ্ডের মুসলিম সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *