মোদীকে পছন্দ করে ৮০% দেশবাসী, সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

মোদীকে পছন্দ করে ৮০% দেশবাসী, সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

নয়াদিল্লি: এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কারা জিতবে? ইতিমধ্যেই একাধিক সমীক্ষা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছিল এনডিএ জোট বড় ব্যবধানে জয় পেতে পারে। আর এবার যে সমীক্ষা প্রকাশ পেল তাতে বোঝা গেল ভারত এখনও ‘মোদীময়’ হয়ে আছে। কারণ দেশের অধিকাংশ মানুষ তাঁকে পছন্দ করছেন। সুতরাং বলা যায়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এখন সকলের ‘ফার্স্ট চয়েস’। 

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে, প্রতি ১০ ভারতীয়র মধ্যে ৮ জনই পছন্দ করেন নরেন্দ্র মোদীকে। সাধারণ হিসেবে দেখা গিয়েছে, ন্যূনতম ৫৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ শতাংশ মানুষ তাঁকে পছন্দ করছেন প্রধানমন্ত্রী হিসেবে। রিপোর্টে আরও বলা হয়েছে, এনডিএ সমর্থকদের বেশিরভাগ মনে করছেন বিশ্বমঞ্চে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং তার জন্য সবথেকে বেশি কৃতিত্ব নরেন্দ্র মোদীর। যদিও এর ভিন্ন মতও আছে। অন্তত ২০ শতাংশ মনে করেন মোদীর কারণেই আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে দেশ। প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে ১১ মে সময়কালের মধ্যে ২ হাজার ৬১১ জনের মধ্যে সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

এর আগে ‘ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, ২০২৪ লোকসভায় জিততে চলেছে মোদীর এনডিএ। তবে যে আসন সংখ্যা পাওয়ার কথা তারা দাবি করেছে তা তারা পাবে না। অর্থাৎ গতবারের তুলনায় তাদের আসন সংখ্যা কমবে। সমীক্ষা অনুসারে, এনডিএ এবারেও ৩০০ আসনের গণ্ডি টপকাবে বটে কিন্তু সেই অর্থে ‘গেরুয়া ঝড়’ দেখা যাবে না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *