চাঁদের অদেখা অংশে মহাকাশযান পাঠাল চিন

বেজিং: চাঁদের দূরতম অদেখা অংশে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য মহাকাশযান ‘চ্যাং ই-৪’-কে মহাকাশে পাঠাল চিন। শনিবার সকালে থ্রিবি রকেটের মাধ্যমে এটিকে চাঁদের অদেখা অংশে পাঠানোর জন্য উৎক্ষেপণ করা হল। ইংরেজি নববর্ষ নাগাদ এটি চাঁদের অদেখা অংশে অবতরণ করবে। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া এই খবর জানিয়েছে। এই প্রথম কোনও দেশের মহাকাশযান চাঁদের এই অংশে অবতরণ করবে।

চাঁদের অদেখা অংশে মহাকাশযান পাঠাল চিন

বেজিং: চাঁদের দূরতম অদেখা অংশে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য মহাকাশযান ‘চ্যাং ই-৪’-কে মহাকাশে পাঠাল চিন। শনিবার সকালে থ্রিবি রকেটের মাধ্যমে এটিকে চাঁদের অদেখা অংশে পাঠানোর জন্য উৎক্ষেপণ করা হল। ইংরেজি নববর্ষ নাগাদ এটি চাঁদের অদেখা অংশে অবতরণ করবে। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া এই খবর জানিয়েছে। এই প্রথম কোনও দেশের মহাকাশযান চাঁদের এই অংশে অবতরণ করবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে এই অভিযান চিনের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা বলেই মনে করা হচ্ছে। এই অভিযানের জন্য বেশ কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল চিন। চাঁদের অদেখা অংশে অভিযান চালানোর ক্ষেত্রে সমস্যা হল পৃথিবী থেকে সরাসরি মহাকাশযানের উপর নজর রাখা যায় না। সরাসরি সঙ্কেত আদানপ্রদানের ক্ষেত্রেও সমস্যা থাকে। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে গত মে মাসে চিন ‘ক্যুইকিয়াও’ নামে একটি উপগ্রহকে চাঁদের কক্ষপথে পাঠায়। যাতে মাধ্যমে সঙ্কেত পৃথিবীতে পাঠানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − one =