নয়াদিল্লি: আইসিসি টেস্টে সেরাদের তালিকা প্রকাশ করল। সেই তালিকায় শীর্ষে বিরাট কোহলিই। ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইসিসি ক্রিকেট রাংকিংয়ের শীর্ষে ছিলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। এবার স্টিভকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন বিরাট। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
International Cricket Council (ICC) releases test rankings, Virat Kohli continues being the number one batsman. (file pic) pic.twitter.com/AGWu0Pl4jO
— ANI (@ANI) December 20, 2018