অলিম্পিক আয়োজন করার আবেদন জানাল ভারত

নয়াদিল্লি: অলিম্পিক আয়োজন করার আগ্রহ প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)। ২০৩২ অলিম্পিক আয়োজনের জন্য নিলামে অংশ গ্রহণ করবে ভারত। চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখের কাছে অলিম্পিক আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আইওএ সভাপতি নরিন্দর বাত্রা। এবার সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ নিল ভারত। আইওএ সচিব রাজীব মেহতা এই মর্মে আইওসি’র তিন

অলিম্পিক আয়োজন করার আবেদন জানাল ভারত

নয়াদিল্লি: অলিম্পিক আয়োজন করার আগ্রহ প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ)। ২০৩২ অলিম্পিক আয়োজনের জন্য নিলামে অংশ গ্রহণ করবে ভারত। চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখের কাছে অলিম্পিক আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আইওএ সভাপতি নরিন্দর বাত্রা। এবার সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ নিল ভারত। আইওএ সচিব রাজীব মেহতা এই মর্মে আইওসি’র তিন সদস্যের বিড কমিটির সঙ্গে বৈঠকও সেরেছেন।
নিলাম প্রক্রিয়া শুরু ২০২২ সালে এবং অলিম্পিকের আয়োজক ঘোষণা হবে ২০২৫ সালে। ভারতের সঙ্গে ইউরোপ এশিয়ার একাধিক দেশ ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায়। এশিয়ান গেমস সফলভাবে আয়োজন করার পরই অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া। সাঙহাই এবং ব্রিসবেন নিলামের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আবার উত্তর এবং দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে অলিম্পিক আয়োজনের জন্য নিলামে অংশ নেবে। জার্মানিও ১৩টি শহরে অলিম্পিক আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *