স্ত্রী অনুষ্কাকে প্রশংসা করে ফের ট্রোলড হলেন বিরাট

জিরো সিনেমায় অনুষ্কা শর্মার অভিনয় নিয়ে প্রশংসা করতে গিয়ে ফের ট্রোলড হলেন বিরাট কোহলি। রবিবার বিরাট কোহলি, টুইটারে লেখেন, ‘‘জিরো দেখলাম। দারুণ লাগল। আমি নিজে খুব উপভোগ করেছি। সকলেই যার যার নিজের ভূমিকায় ভাল করেছে। অনুষ্কার শর্মার পারফর্মেন্স ভাল লেগেছে। কারণ আমার মনে হয়, খুব চ্যালেঞ্জিং রোল ছিল যেটা ও অসাধারণ করেছেন।” তার পরই টুইটারে

স্ত্রী অনুষ্কাকে প্রশংসা করে ফের ট্রোলড হলেন বিরাট

জিরো সিনেমায় অনুষ্কা শর্মার অভিনয় নিয়ে প্রশংসা করতে গিয়ে ফের ট্রোলড হলেন বিরাট কোহলি। রবিবার বিরাট কোহলি, টুইটারে লেখেন, ‘‘জিরো দেখলাম। দারুণ লাগল। আমি নিজে খুব উপভোগ করেছি। সকলেই যার যার নিজের ভূমিকায় ভাল করেছে। অনুষ্কার শর্মার পারফর্মেন্স ভাল লেগেছে। কারণ আমার মনে হয়, খুব চ্যালেঞ্জিং রোল ছিল যেটা ও অসাধারণ করেছেন।”

তার পরই টুইটারে শুরু হয়ে যায় বিরাটের মন্তব্য নিয়ে কাটাছেড়া।

এটাই অবশ্য প্রথম নয়। অতীতে অনুষ্কা শর্মার ‘সুই ধাগা’ নিয়েও প্রশংসা শোনা গিয়েছিল বিরাটের মুখে। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘মৌজ দারুন, বরুণ ধাওয়ান। কিন্তু মমতার চরিত্র আমার হৃদয় চুরি করে নিয়েছে। ওর কাজ ওর প্রেমে পড়তে বাধ্য করে। আমি গর্বিত আমার ভালবাসা অনুষ্কা শর্মার জন্য।’’ এর আগে ভূতের সিনেমা ‘পরী’ নিয়েও মন্তব্য করেছিলেন বিরাট কোহলি। সেখানে তিনি লিখেছিলেন,‘‘গতরাতে পরী দেখলাম। আমার স্ত্রীর সেরা কাজ এখনও পর্যন্ত। সেরা ছবিগুলোর মধ্যে আমার দেখা একটি। একটু ভয় পেয়েছিলাম। কিন্তু তোমাকে নিয়ে গর্বিত।’’ যদিও ‘জিরো’র সাফল্য নিয়ে এখনই তৈরি হয়েছে সন্দেহ। অভিনয় নিয়ে প্রশ্ন না উছলেও প্রশ্ন উঠছে গল্প নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =