ইতিহাস গড়লেন পিভি সিন্ধু

নোজোমি অকুহারাকে হারিয়ে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। এই প্রথম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হলেন অলিম্পিক্সের রুপো জয়ী সিন্ধু। একটিও ম্যাচ না হেরে ফাইনালে পৌঁছেছিলেন পিভি সিন্ধু। শনিবার রানক ইন্তাননকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভারতের সিন্ধু। শেষ হাসিও হাসলেন তিনি। রবিবার ফাইনালে সিন্ধু ২১-১৯, ২১-১৭-তে হারিযে দিলেন নোজোমি ওকুহারাকে। সেমিফাইনাল জিতে সিন্ধু বলেছিলেন, ‘‘আমি আশা করি

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু

নোজোমি অকুহারাকে হারিয়ে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। এই প্রথম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হলেন অলিম্পিক্সের রুপো জয়ী সিন্ধু। একটিও ম্যাচ না হেরে ফাইনালে পৌঁছেছিলেন পিভি সিন্ধু। শনিবার রানক ইন্তাননকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভারতের সিন্ধু। শেষ হাসিও হাসলেন তিনি।

রবিবার ফাইনালে সিন্ধু ২১-১৯, ২১-১৭-তে হারিযে দিলেন নোজোমি ওকুহারাকে। সেমিফাইনা‌ল জিতে সিন্ধু বলেছিলেন, ‘‘আমি আশা করি মরসুমটা সোনা দিয়ে শেষ করতে পারব। অবশ্যই সেটা অনেক বড় ব্যাপার। তবে এটা আমার কাছে চাপ নয়। আমি শুধু আমার স্বাভাবিক গেমই খেলব। যেভাবে এই শেষ চারটি ম্যাচ খেলেছি। আর যদি জিততে পারি তাহলে সেচচা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।”

শুরুতেই ৭-৩এ এগিয়ে গিয়েছিল সিন্ধু। এর পর ওকুহারা কিছুটা লনাই দিয়ে ৭-৫ করেন। প্রথম গেমের মাঝামাঝি সময়ে সিন্ধু ১১-৬এ এগিয়ে যান। তার পর ১৪-৬ থেকে ১০-১৪ করেন ওকুহারা। সেখান থেকে ১২-১৬তে নিয়ে যাম ম্যাচ। লড়াই চলে যায় সমানে সমানে। একটা সময় ম্যাচ ১৬-১৬ হয়ে যায়। কিন্তু সিন্ধু শেষ পর্যন্ত ২১-১৯এ সেইম্যাচ জিতে নেন। দ্বিতীয় সেটেও দারুণভাবে শুরু করেন সিন্ধু। সেখানেও চলতে থাকে সমানে সমানে লড়াই। ৭-৬ থেকে ৭-৭। এর পর ১০-৮এ এগিয়ে যান সিন্ধু। এর পর ১১-৯, ১৪-১২, ১৭-১৪, ১৮-১৬, এভাবে এগোতে থাকে ম্যাচ। যে কেউ জিতে নিতে পারত এই সেট। কিন্তু শেষ হাসি হাসলেন সিন্ধুই। ২১-১৭তে জিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *