কলকাতা: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে ঘটল অঘটন৷ গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডে৷ চোট-আঘাত যেন ভারতীয় দলের পিছু ছাড়ছে না। চোট পাওয়ার পরেই স্ক্যান করানোর জন্য হার্দিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের তখন সবে ৮ ওভার খেলা হয়েছে৷ নবম ওভারে ক্যাপেটিন রোহিত শর্মা বল তুলে দেন হার্দিকের হাতে৷ দ্বিতীয় ও তৃতীয় বলে হার্দিককে পরপর দুটি চার মারেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস৷ চতুর্থ বল করতে গিয়েই ঘটল অঘটন৷ বল হাত থেকে বেরোনোর আগেই পা পিছলে ক্রিজে লুটিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। চোট লাগায় রীতিমতো হতাশ হয়ে পড়েন হার্দিক। সঙ্গে সঙ্গেই মাঠে উপস্থিত হন ভারতীয় দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর হার্দিক বল হাতে ওভার শেষ করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু পারলেন না। খোঁড়াতে শুরু করেন৷ সেটা দেখেই তাঁকে মাঠের বাইরে চলে যেতে বলেন অধিনায়ক রোহিত শর্মা ।
ওটাই ছিল হার্দিকের প্রথম ওভার। তিনটি বল করার পরই চোট লাগে তাঁর। ওভারের বাকি তিন বল করলেন বিরাট কোহলি৷ টিম ইন্ডিয়ার তরফ হার্দিকের চোট নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট দেওয়া হয়নি। তবে চোটের ধরণ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, হার্দিকের চোট গুরুতর হতে পারে। তেমনটা হয়ে থাকলে কাপ যুদ্ধে বড় ধাক্কা লাগবে ভারতের৷ এদিকে, আজ হার্দিকের অসমাপ্ত ওভার যখন শেষ করতে আসেন বিরাট তখন উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে। বিরাট বল করার সময় গ্যালারি থেকে ভেসে আসে বিরাটের নামে চিৎকার।